গত মাসেই দক্ষিণ আফ্রিকার জন্য স্পিন ফাঁদ পেতেছিল পাকিস্তান। সেই ফাঁদে পা দিয়ে লাহোর টেস্টে ব্যর্থ হলেও, রাওয়ালপিন্ডি টেস্টে ঠিকই জয় তুলে নিয়েছিল পাকিস্তান। এবার ভারতে টেস্ট খেলতে এসেও স্পিন ফাঁদের মুখোমুখি প্রোটিয়ারা। তবে এবারও সফল হয়েছে টেম্বা বাভুমার দল।
আজ (রোববার) ইডেন গার্ডেন্সে ভারতকে তাদের ফাঁদে আটকে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের চতুর্থ ইনিংসে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকরা। প্রোটিয়াদের স্পিন ভেলকিতে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় শুবমান গিলের দল। তাতে স্বল্প পুঁজি নিয়েও ৩০ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় টেম্বা বাভুমার দল।
ঘাড়ের সমস্যায় ভারতের দল থেকে আগেই ছিটকে যান শুবমান গিল। তাই ব্যাটিংয়ে ১০ জনের দলে পরিনত হয় ভারত। তবে স্বাগতিকদের সামনে ছিল সহজ লক্ষ্য। তাই স্বস্তি নিয়েই ব্যাট করতে নামে ভারত। কিন্তু ইনিংসের শুরুতেই বিপদ বাড়িয়ে দেন মার্কো ইয়ানসেন। ভারতের ১ রানেই দুটি উইকেট তুলে নেন এই পেসার। ২ উইকেট হারিয়ে ১০ রান তুলে লাঞ্চে যায় ভারত।
লাঞ্চ থেকে ফিরে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন ওয়াসিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। তবে ৩২ রান তোলার পর জুটি ভেঙে দেন সাইমন হার্মার। ১৩ রান করে ফিরে যান তিনি। পাঁচে ব্যাট করতে নেমে ক্রিজে থিতু হওয়ার আগেই হারমারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ঋষভ পন্ত। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে স্বাগতিকরা।
এরপর ওয়াসিংটন ও রবীন্দ্র জাদেজার জুটি ভারতকে আশা জাগায়। তবে এই জুটিতে ২৬ রান যোগ করার পর হারমারের বলে এলবিডব্লুর শিকার হয়ে ফিরে যান জাদেজা। ১৮ রানে ফেরেন এই অলরাউন্ডার। এরপর ভারতের ভরসা ছিলেন ওয়াসিংটন ও অক্ষর প্যাটেল।
এরপর বোলিংয়ে পরিবর্তন আনেন বাভুমা। স্পিন অ্যাটাকে যুক্ত করেন এইডেন মার্করামকে। মার্করাম তার দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন। সেট ব্যাটার ওয়াসিংটন উইকেটের পেছনে স্লিপে ক্যা দিয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩১ রান। এরপর কুলদীপ যাদবও ১ রান করে হারমারকে উইকেট দিয়ে ফেরেন।
ইনিংসের ৩৫তম ওভারে খেলা জমে ওঠে। তখনও মাঠে ছিলেন অক্ষর প্যাটেল। তিনি টার্গেট করেন কেশভ মহারাজের ওভার। ৩৫তম ওভারের প্রথম ৪ বলে ২ ছক্কা ও ১ চারে ১৬ রান তুলে নেন তিনি। তাতে ম্যাচ নতুন মোড় নিতে শুরু করে। তবে পঞ্চম বলে ছক্কা হাকাতে গিয়েই মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। কিছুটা দৌড়ে গিয়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন বাভুমা।
অক্ষর ফেরার পরেই জয়ের আশা শেষ হয়ে যায় ভারতের। পরের বলেই মোহাম্মদ সিরাজকে আউট করে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন মহারাজ। হারমারের ৪ উইকেটের পাশাপাশি তিনি শিকার করেছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। এছাড়া ইয়ানসেন ২টি এবং মার্করাম একটি উইকেট শিকার করেন।
ফলাফল :
দক্ষিণ আফ্রিকা : ১৫৯/১০ ও ১৫৩/১০
ভারত : ১৮৯/১০ ও ৯৩/৯
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি