এশিয়ার অন্যতম সেরা তারকা ফুটবলার বলা চলে হামজা চৌধুরীকে। তার আগমনের পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। ভক্ত সমর্থকদের মাঝেও শুরু হয়েছে নতুন এক উন্মাদনা। কেবল দেশের ফুটবলে পরিবর্তন এসেছে তা নয়; তিনি লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর ভক্তদের উচ্ছ্বাসের পারদ পড়েছে তার ক্লাব লেস্টার র্সিটিতেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যেখানে লক্ষণীয় লেস্টার সিটির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বাড়তে শুরু করেছে বাংলাদেশি তথা হামজা চৌধুরীর ভক্তদের সংখ্যা। এমনকি হামজাকে নিয়ে কোন পোস্ট করলে মুহূর্তেই সেখানে বয়ে যায় সমর্থকদের লাইক কমেন্টের বন্যা।
এবার লেস্টার সিটির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসা ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট নিজেও স্বীকার করলেন, ইংলিশদের তুলনায় লেস্টার সিটিতে এখন বাংলাদেশি অ্যাক্টিভ সমর্থক বেশী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা হামজা ইংল্যান্ডের জাতীয়তা বদলে বাংলাদেশি হিসেবে খেলছেন, আর এই বিষয়ে ডকুমেন্টারি তৈরি করতে বাংলাদেশে চলে এসেছেন ড্যানিয়েল।
গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলাপ লেস্টারের এই প্রতিনিধি শুনিয়েছেন হামজার প্রতি তাদের উচ্ছ্বাসের কথা। বাংলাদেশে হামজাকে নিয়ে উন্মাদনার খবর শোনার পর নিজেদের চোখেই তা দেখতে চলে এসেছেন তিনি। কেবল হামজাদের অনুশীলন ঘিরেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়েছে ড্যানিয়েলের।
লেস্টার সিটির সমর্থকদের মধ্যে ইংলিশ ফ্যান বেশি নাকি বাংলাদেশির সংখ্যা বেশি, সেই প্রশ্নের জবাবে ড্যানিয়েল বলেন, ‘সামগ্রিক ফ্যান কারা বেশি সঠিক বলতে পারছি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে বাংলাদেশি সমর্থকরা বেশি অ্যাক্টিভ। তারা প্রতিনিয়ত লাইক কমেন্টের মাধ্যমে হামজাকে ও লেস্টার সিটিকে সমর্থন দিয়ে যান, যা আসলেই অসাধারণ।’
বাংলাদেশে এসে হামজার জনপ্রিয়তা সরাসরি দেখতে পেরে উচ্ছ্বসিত লেস্টার সিটির এই ভিডিও প্রডিউসার। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সে কতটা জনপ্রিয়—এটা দেখে সত্যিই ভালো লাগছে। হামজা বলেছিল আগে আমাকে। কিন্তু এতটা হবে তা আমি ভাবিনি। ম্যাচের সময় হয়তো এটা আরও বাড়বে। দেখার জন্য মুখিয়ে আছি। হামজা বলেছে, ম্যাচ নাকি সোল্ড আউট।’
হামজাকে নিয়ে তৈরি হতে যাওয়া এই ডকুমেন্টারি কবে নাগাদ প্রকাশিত হতে পারে সে বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি সে (হামজা) ইংল্যান্ডের জাতীয়তা বদলে বাংলাদেশের হয়ে খেলছে। সেটারই একটা ডকুমেন্টারি বানাচ্ছি। ইংল্যান্ডে গিয়ে আরও কিছু ভিডিও শুট করব। এরপর এডিটিং আছে, তাই প্রকাশ পেতে কয়েক মাস লাগবে।’
আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এই ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই দর্শকদের মাঝে। আর তাই ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচের সকল টিকিট। দেশের জার্সিতে হামজাদের প্রথম জয় দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এফএএস