Connect with us
ফুটবল

হামজার ওপর ডকুমেন্টারি বানাতে ঢাকায় লেস্টার সিটির দুই প্রতিনিধি

Two representatives from Leicester City are in Dhaka to make a documentary on Hamza.
হামজার ওপর ডকুমেন্টারি বানাতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির দুই প্রতিনিধি। ছবি- সংগৃহীত

বাংলাদেশে হামজা চৌধুরীর জনপ্রিয়তা কেমন সেটা হয়ত বেশ ভালোভাবেই টের পেয়েছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। তাইতো এবার তার ওপর ডকুমেন্টারি বানাতে দুই প্রতিনিধিকে ইংল্যান্ড থেকে ঢাকায় পাঠিয়েছে ক্লাবটি। 

হামজাকে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছবি পোস্ট করে থাকে লেস্টার সিটি। সেখানে হুমড়ি খেয়ে পড়েন বাংলাদেশের সমর্থকেরা। অংসখ্য লাইক, কমেন্ট কিংবা শেয়ার দেখা যায় পোস্টগুলোতে। যা নজর কেড়েছে ক্লাবটির। যে কারণে হামজাকে নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে চায় ক্লাবটি।

হামজার ডকুমেন্টারি তৈরির জন্য বাংলাদেশে এসেছে লেস্টার সিটির দুই প্রতিনিধি। আজ (শনিবার) বিকেলে জাতীয় স্টেডিয়ামে হামজাদের অনুশীলনের সময় মাঠে উপস্থিত হন। সেখানে দেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা হয় তাদের। ভারত ম্যাচ পর্যন্ত ঢাকায় থেকে হামজাকে নিয়ে ডকুমেন্টারি বানাবেন তারা।



লেস্টারের ভিডিও প্রডিউসার ড্যান টাগট বলেন, ‘হামজার ওপর ডকুমেন্টারি বানাতে আমরা বাংলাদেশে এসেছি। তাকে নিয়ে আমরা ইংল্যান্ডে শুট করেছি। বাংলাদেশে চার দিন থেকে শুট করবো। মাসখানেক পর এই ডকুমেন্টারি লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।’

বাংলাদেশে হামজার বেশ জণপ্রিয়তা দেখেই তারা এই ডকুমেন্টারি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। হামজাদের ম্যাচ ঘিরে এত মিডিয়ার উপস্থিতি দেখে বিস্মিত হয়েছেন তারা। তাছাড়া বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট মাত্র ৪ মিনিটেই বিক্রি হয়ে যাওয়ার বিষয়টিও অবাক করেছে তাদেরকে।

ড্যান বলেন, ‘হামজা এবং লেস্টার প্রায় সমার্থক। তার বেড়ে ওঠা লেস্টারে। সেখানে তিনি সবার প্রিয়। আর বাংলাদেশেও তার জনপ্রিয়তা অনেক। আগে হামজার মুখে শুনেছি, এখানে এসে এত মিডিয়ার উপস্থিতি দেখে অবাক হয়েছি। আর চার মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনেও বেশ অবাক হয়েছি।’

ড্যানের সঙ্গে এসেছে তার নিরাপত্তা কর্মী জ্যা ম্যান। তিনি ছোটবেলা থেকেই চেনেন হামজাকে। জ্যা ম্যান বলেন, ‘হামজা খুবই হাসিখুশি পূর্ণ মানুষ। তাকে খুব ছোট থেকে চিনি আমি, যখন সে তারকাও হয়নি।’

জাতীয় স্টেডিয়ামে আজ হামজার অনুশীলনের ভিডিও ধারণ করছেন ড্যান। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও ভিডিও ধারণ করত্র দেখা যাবে তাকে। পরদিন ঢাকা থেকে বিদায় নেবেন এই দুই প্রতিনিধি।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল