ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। মিনি নিলামের আগে বেশিরভাগ খেলোয়াড় ধরে রাখার সুযোগ পায় ফ্রাঞ্চাইজিগুলো। আজ শনিবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিগুলো।
আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজির মধ্যে সবচেয়ে কম ১২ জন খেলোয়াড় ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ জন খেলোয়াড় ছেড়ে দিয়েছে তারা। যাদের মধ্যে আছেন আন্দ্রে রাসেল। ২০১৪ সাল থেকে কলকাতার জার্সিতে প্রতিনিধিত্ব করছিলেন রাসেল। তবে আগামী আসরে নতুন ঠিকানায় দেখা যেতে পারে এই ক্যারিবিয়ান তারকাকে।
ফ্রাঞ্চাইজিটির ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কেটিস আইয়ারকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এছাড়া কুইন্টন ডি কক, এনরিখ নরকিয়া, মঈন আলীদের মতো তারকাদের ছেড়ে দিয়েছে তারা। ফলে তাদের পকেটেও বেশ টাকা জমা হয়েছে। এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করার সুযোগ পাচ্ছে কেকেআর। তাদের কাছে আছে ৬৪.৩ কোটি রুপি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৪ কোটি রুপি আছে চেন্নাই সুপার কিংসের কাছে। মিনি নিলামের আগে ১৬ জন খেলোয়াড় ধরে রাখলেও ১৩ জন খেলোয়াড়ই ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাই তাদের ভান্ডারেও বড় অঙ্কের অর্থ জমা পড়েছে।
সঅবচেয়ে কম অর্থ নিয়ে এবার নিলামে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। মিনি নিলামে মাত্র ২.৭৫ কোটি রুপি খরচ করার সুযোগ পাচ্ছে তারা। নিলামের আগে তারা দ্বিতীয় সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় ধরে রেখেছে। আর ছেড়ে দিয়েছে ৯ জন খেলোয়াড়।
আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২০২৬ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
আইপিএল ২০২৬ নিলামের আগে কোন দলের কত টাকা আছে-
কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি রুপি।
লখনউ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি রুপি।
গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি রুপি।
পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি রুপি।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/বিটি