আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর।
শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কাবাডি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
টুর্নামেন্টে ১৬টি দেশের অংশগ্রহণের কথা থাকলেও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১টি দল অংশ নিচ্ছে।
দলগুলো হলো— বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, বর্তমানে ওয়াল্ড কাবাডি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। তাই এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি এবং একটি পদক জেতা।
তারা আরও বলেন, বিশ্বকাপের দ্বিতীয় আসর আয়োজন করতে পেরে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গর্বিত। এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা আরও দৃঢ়ভাবে উপস্থাপিত হবে এবং দেশের কাবাডির উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ নারী কাবাডি দলের স্কোয়াড
শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালি আক্তার (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালি আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম।
স্ট্যান্ডবাই : আফরোজা, লুম্বিনী চাকমা।
কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরুদুজ্জামান মুন্সি
মেন্টর : বাদশা মিয়া
ম্যানেজার : আসাদুজ্জামান শাহীন
ফিটনেস কোচ : সুজিত
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/এনজি