অ্যাশেজের শুরুটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো যাচ্ছে না। ইতোমধ্যে প্যাট কামিন্স আর শন অ্যাবটকে হারিয়েছে তারা। এবার পেল আরও একটি দুঃসংবাদ। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন জশ হ্যাজলউড। ফলে পার্থে প্রথম টেস্টে দলের সঙ্গে থাকছেন না তিনি। হ্যাজলউডের ছিটকে যাওয়া নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু হবে শুক্রবার। কিন্তু সেই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার অন্যতম হ্যাজলউডকে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই। ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে থাকা এই পেসার শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে বোলিং করতে গিয়েই পেশিতে টান অনুভব করেন। স্পেল শেষে বিষয়টি সাথে সাথে জানান অধিনায়ক স্টিভ স্মিথকে। তিনি তাৎক্ষণিক মাঠ ছাড়ার নির্দেশ দেন। সেখান থেকে বের হয়ে পাশের একটি ক্লিনিকে প্রথম স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়লেও ফলো-আপ স্ক্যানে পেশিতে লো-গ্রেড টিয়ার ধরা পড়ে। তার জায়গায় দলে ঢুকেছেন মাইকেল নেসার।
এদিকে অস্ট্রেলিয়ার নেতৃত্বও বদলে গেছে প্রথম টেস্ট সামনে রেখে। চোটের কারণে দলের বাইরে আছেন প্যাট কামিন্স। তাই প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তবে ব্রিসবেনের ডে–নাইট টেস্টে কামিন্স ফিরতে পারবেন।
অন্যদিকে ইংল্যান্ড শিবিরেও এক দফা দুশ্চিন্তা দেখা দিয়েছিল। প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যা অনুভব করেছিলেন মার্ক উড। তবে পরে ইসিবি জানায়, তিনি সম্পূর্ণ ফিট।
২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। এরপর ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন আর সিডনি এই পাঁচ ভেন্যুতে ডিসেম্বর–জানুয়ারির মধ্যে শেষ হবে সিরিজ।
অস্ট্রেলিয়া দল: (শুধু প্রথম টেস্ট)- স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নিসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং, মার্ক উড।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ