Connect with us
ফুটবল

সেনেগালকে হারিয়ে ইতিহাস গড়া জয় পেল ব্রাজিল

Brazil win first time against Senegal
সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়। ছবি- সংগৃহীত

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এর আগে তারা কখনও আফ্রিকান কোনও দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জয় পায়নি। এবার ইতিহাসে প্রথমবারের মতো কোনও আফ্রিকান দেশ হিসেবে সেনেগালকে পরাজিত করার স্বাদ পেল ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে এই জয়ের দেখা পেয়েছে তারা।

গতকাল শনিবার রাতে আফ্রিকান এই দেশের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে সেনেগালকে ২-০ গোলে পরাজিত করেছে সেলেসাওরা। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এস্তেভাও। এরপর দলের ব্যবধান বাড়ান কাসেমিরো।

এর আগে দুই দফায় সেনেগালের মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। বরং নিজেদের সর্বশেষ ম্যাচে ২০২৩ সালে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-০ গোলে পরাজিত হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে ২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। প্রীতি ম্যাচটিতে ১-১ গোলে হয়েছিল ড্র।



এছাড়াও আফ্রিকান আরও দুই দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। মরক্কো ও ক্যামেরুনের মুখোমুখি হয়েও পরাজয় বরণ করতে হয়েছিল লাতিন আমেরিকান এই দেশটিকে। এবার প্রথমবারের মতো আফ্রিকান দেশের বিপক্ষে জয়ের ইতিহাস গড়েছে ব্রাজিল। আগামী মঙ্গলবার আরেক আফ্রিকান দেশ তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

ইতিমধ্যে বাছাই পর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপর থেকেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর আগে গেল মাসে এশিয়ান দুই দেশের মুখোমুখি হয় ব্রাজিল। যেখানে তাদের রয়েছে মিশ্র অভিজ্ঞতা।

প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৩-২ ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় তারা। এবার এশিয়ার পর আফ্রিকার পরীক্ষায় নেমেছে ব্রাজিল। সেনেগালকে হারানোর পর তাদের লক্ষ্য নভেম্বরের ফিফা উইন্ডোতে তিউনিসিয়াকে পরাজিত করা।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল