Connect with us
ফুটবল

১০ জন নিয়ে খেলেও শেষ ষোলোতে ব্রাজিল

ব্রাজিল অনূর্ধ্ব-১৭
গোল করে ব্রাজিল যুবাদের উল্লাস। ছবি: সংগৃহীত

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টানটান উত্তেজনার ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠল ব্রাজিল। ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল না হওয়ায় টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে সেলেসাও তরুণরা।

অ্যাসপায়ার জোনের মাঠে শুক্রবার রাতের শুরুটাই ছিল ব্রাজিল যুবাদের জন্য বিশাল ধাক্কার। ম্যাচের ১০ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যান ডিফেন্ডার ভিতোর হুগো। বাকি ৮০ মিনিট খেলতে হয়েছে ১০ জন নিয়ে। দশ জন নিয়ে খেলেও ব্রাজিল প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক ছিল। শুরুতে কয়েকটি নিশ্চিত সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউই।

দ্বিতীয়ার্ধে ম্যাচের দখল চলে যায় প্যারাগুয়ের কাছে। একবার তাদের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে ১০ জনের ব্রাজিলও চেষ্টা করে গোল করার। কিন্তু বাকি সময়েও দুই দল মিলেও গোলশূন্য থাকায় ম্যাচের ফলাফলের সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। সেখানেই ব্রাজিলের নায়ক বনে যান গোলরক্ষক হোয়াও পেদ্রো। প্রথম পাঁচ শটে সমতা (৪-৪) থাকার পর সাডেন ডেথে পরপর দুবার প্যারাগুয়ের শট ঠেকান তিনি। ব্রাজিল প্রথম প্রচেষ্টায় গোলপোস্টে লাগালেও দ্বিতীয় শটে লুইস পাচেকো ম্যাচ গোল করে ফলাফল এনে দেন। এই জয়ে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন ফ্রান্স, যারা কলম্বিয়াকে হারিয়ে এগিয়েছে।



এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির দুই নম্বর মাঠে শেষ-৩২ এর ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল ও মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হেরেছে আলবিসেলেস্তেরা। ফলে টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের উত্তরসূরীরা।

একই দিনে আয়ারল্যান্ড জয় পায় কানাডার বিপক্ষে, আর মরক্কো হারিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে।

উল্লেখ্য, ২০২৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হল ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ২০তম সংস্করণ। এটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলগুলির দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা বার্ষিক আন্তর্জাতিক পুরুষ যুব ফুটবল টুর্নামেন্ট । এটি ৩ নভেম্বর শুরু হয়েছে কাতারে। যার সমাপ্তি ঘটবে ২৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল