Connect with us
ফুটবল

রোনালদোর লাল কার্ড কান্ডে নতুন বিতর্ক

রোনালদো
রোনালদোর লাল কার্ড কান্ড। ছবি: সংগৃহীত

পর্তুগালের প্রস্তুতিতে নতুন করে কিছুটা ধাক্কার আশঙ্কা রয়েছে রোনালদোর লাল কার্ড ঘিরে। আয়ারল্যান্ডের মাঠে ২-০ গোলে হারার রাতেই বড় ধাক্কা খায় দলটি। প্রথমার্ধেই সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে, আর সেই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক চড়িয়ে দিয়েছে একটি অতিরিক্ত ভিডিও অ্যাঙ্গেল।

ঘটনাটাটি ঘটে ৩৮ মিনিটে। বল দখলের লড়াইয়ে আয়ারল্যান্ডের দারা ও’শের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় রোনালদোর। টিভি রিপ্লেতে যা দেখা যায়, হাত ছুঁড়ে ফেলে দেওয়ার সেই মুহূর্তটিকে “হিংস্র আচরণ” বলে রেফারি সরাসরি লাল কার্ড তুলে ধরেন। কিন্তু পরে ছড়িয়ে পড়া নতুন ফুটেজে দেখা গেছে, ও’শেই আগে থেকেই রোনালদোর জার্সি ধরে টানাটানি করছিলেন। পরবর্তীতে রোনালদো সেটা ছাড়ানোর জন্যই হাত তুলে বসে। যার ফলে মাটিতে পড়ে যায় ও’শেই।

কিন্তু বিতর্কটা এখানেই-অনেকের মতে রোনালদোর এই প্রতিক্রিয়াকে কি সত্যিই লাল কার্ডের মতো কঠোর শাস্তি প্রাপ্য ছিল? ও’শে কি ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ঘটনাটিকে বাড়িয়ে দেখালেন? লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ার সময় রোনালদো খুব বেশি প্রতিবাদ করেননি, কিন্তু তার চোখে মুখে হতাশা ছিল স্পষ্ট।



কেননা রেফারির এমন সিদ্ধান্তের প্রভাবও কম নয়। যথাযথ শাস্তির কারণে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। আর এই ফুটবল বিশ্বকাপ ঘিরেই রয়েছে রোনালদোর অনেক আশা, স্বপ্ন। ইতিমধ্যেই তিনি ঘোষণাও দিয়েছেন যে এটাই হতে পারে তাঁর আন্তর্জাতিক ফুটবলের শেষ বিশ্বমঞ্চ। তাই লাল কার্ড কান্ড নিয়ে আলাদা করে ভাবাচ্ছে পর্তুগাল তারকাকে। তার উপর আয়ারল্যান্ডের সাথে হেরে তার দলও অনেকটা ব্যাকফুটে আছে। সবমিলিয়ে নতুন দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে পর্তুগাল শিবিরে।

এদিকে এবিষয়ে পর্তুগাল এখনো কিছু জানায়নি, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিলে যাবে কি না। দলটি এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু নতুন ভিডিও ফুটেজকে ঘিরে বিতর্কটা বাড়ছে মাঠের বাইরেই।

উল্লেখ্য, ঘটনার শুরু হয়েছিল আয়ারল্যান্ডের সাথে ম্যাচের প্রথমার্ধে। ডারা ও’শিয়ার সঙ্গে ধাক্কাধাক্কির সময় কনুই ব্যবহার করেন রোনালদো। মাঠের রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের মাধ্যমে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে লাল কার্ড দেয়।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল