Connect with us
ফুটবল

লুক্সেমবার্গকে হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আশায় জার্মানি

Woltemade
ভল্টামাডারের জোড়া গোল। ছবি: সংগৃহীত

স্লোভাকিয়া ম্যাচ জেতায় সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে কোন দল সেটাও  এখন পরিষ্কার। শেষ রাউন্ডেই ঠিক হবে ‘এ’ গ্রুপ থেকে কোন দল সরাসরি বিশ্বকাপে যাবে। সেই ম্যাচেই মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। তার আগে লুক্সেমবার্গের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য ফুটবল বিশ্বে জানিয়ে রাখলো ইউলিয়ান নাগেলসমানের দল।

শুক্রবারের বাছাইপর্বের ম্যাচে জার্মানি জিতেছে ২-০ গোলে। জয়টা এসেছে নিক ভল্টামাডার জোড়া গোল থেকে। গ্রুপের দুর্বলতম দল হলেও লুক্সেমবার্গ শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেন নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড।

যদিও লুক্সেমবার্গ ম্যাচের আগে জার্মানির অবস্থা খুব স্বস্তির ছিল না। বাছাই শুরুতেই স্লোভাকিয়ার কাছে হেরে ধাক্কা খেয়েছিল তারা। সেখান থেকে টানা চার ম্যাচের জয়ে এখন ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।



ম্যাচের শুরুতে দুই দলেরই সুযোগ ছিল। অষ্টম মিনিটে ভিয়েৎসের শট ফেরান লুক্সেমবার্গ গোলরক্ষক মরিস। দুই মিনিট পর জিনানির ফ্লিক পোস্টের বাইরে দিয়ে যায়। লুক্সেমবার্গ পরে আরও কয়েকবার চাপ তৈরি করে কিন্তু গোলের দেখা পায়নি। বাউমানকে বেশ ব্যস্ত থাকতে হয় জার্মান গোলপোস্টে।

বিরতির পরই আরও আক্রমণাত্মক খেলতে শুরু করে জার্মানি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সানের ক্রস থেকে শটে ম্যাচের প্রথম গোল করেন ভল্টামাডা। কয়েক মিনিট পরই লুক্সেমবার্গ সমতায় ফিরতে পারতো, কিন্তু আইমানের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

৬৯তম মিনিটে আবার ভল্টামাডর বাজিমার। বাকুর দেওয়া ছোট থ্রু বল থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম জোড়া গোল। এখন সাত ম্যাচে তার গোলের সংখ্যা তিন।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল সানের সামনে, কিন্তু তার শট লাগে ক্রসবারে। হ্যাটট্রিকের সুযোগ আর পাননি ভল্টামাডা। তবুও জার্মানি খুশি কেননা সোমবারই নির্ধারিত হবে তাদের ভাগ্য, আর সেখানে পৌঁছানোর পথটা অন্তত পরিষ্কার হলো এই জয়ে।

একই সময়ে স্লোভাকিয়া নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্টে সমতা আনে। অর্থাৎ আগামী সোমবার মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। সেই ম্যাচেই বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই হবে দুই দলের মধ্যে। নর্দার্ন আয়ারল্যান্ডের প্লে–অফে যাওয়ার আশা তাতেই শেষ, তারা আছে ছয় পয়েন্টে তৃতীয় স্থানে।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল