Connect with us
ফুটবল

টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

Argentina bow out of the World Cup after losing to Mexico in the tiebreaker.
আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো। ছবি- সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ-৩২ থেকেই বিদায় নিল আর্জেন্টিনা। টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের উত্তরসূরীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির দুই নম্বর মাঠে শেষ-৩২ এর ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল ও মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হেরেছে আলবিসেলেস্তেরা।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দলকে এগিয়ে দেন রোমারিও তুলিয়ান। ফেলিপ এসকুইভেলের কর্ণার থেকে বক্সের মাঝে বল পেয়ে যান তিনি। সেখান থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান এই লেফট উইঙ্গার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।



বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। ম্যাচের ৪৬তম মিনিটে লুইস গাম্বোয়ার গোলে স্কোরলাইন ১-১ হয়। এরপর এই গাম্বোয়াই মেক্সিকোকে লিড এনে দেন। ম্যাচের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন এই লেফট উইঙ্গার।

এক গোলের লিড নিয়ে জয়ের পথেই ছিল মেক্সিকো। তবে পিছিয়ে পড়া আর্জেন্টিনাও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৮৭তম মিনিটে আর্জেন্টিনা শিবিরে প্রাণ ফেরান ফার্নান্দো ক্লস্টার। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে প্রথম পেনাল্টি মিস করে আর্জেন্টিনা। গাস্তনের শট আটকে দেন মেক্সিকোর গোলরক্ষক সান্তিয়াগো লোপেজ। তবে প্রথমটি মিস হলেও পরের চারটি পেনাল্টিতেই গোল পায় আর্জেন্টিনা। তবে মেক্সিকো প্রথম চারটির মধ্যে একটি পেনাল্টিও মিস করে। শেষ পেনাল্টিতে নিতে আসেন গোলরক্ষক সান্তিয়াগো এবং গোল করে মেক্সিকোর জয় নিশ্চিত করেন।

মেক্সিকোর জয়ের নায়ক গোলরক্ষক সান্তিয়াগো। টাইব্রেকারে গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি আটকে দেওয়ার পাশাপাশি শেষে জয়সূচক গোলটিও করেন এই ১৭ বছর বয়সী ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল