দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে উড়ন্ত শুরু পেল ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশীর রেকর্ডগড়া সেঞ্চুরি পর প্রায় দেড়শ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত ‘এ’ দল।
শুক্রবার (১৪ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ১৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত ‘এ’ দল।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের বিশাল পুঁজি পায় ভারত ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত।
ভারত ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে রেকর্ডগড়া ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩২ বলে সেঞ্চুরি তুলে নেন ১৪ বছর বয়সী এই তরুণ। তাতে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতের হয়ে ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও ঋষভ পন্তের। তাদের ছুঁয়ে ফেলেছেন বৈভব। আর সবচেয়ে দ্রুততম ২৮ বলে সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও অভিশেক শর্মার দখলে।
সবমিলিয়ে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। রেকর্ডগড়া এই ইনিংসটি ১৫ ছক্কা ও ১১ চারের মারে সাজিয়েছেন তিনি। সূর্যবংশীর পাশাপাশি ব্যাট ঝড় তোলেন জিতেশ শর্মাও। আইপিএল মাতানো এই ব্যাটার ৩২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া নামান ধীরের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাতের পক্ষে শোয়েব খান ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি। শোয়েব ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কার মারে ৬৩ রান করেন। এছাড়া মুহাম্মদ আরফান ২৬ বলে ২৬ হায়দার শাহ ১৬ বলে ২০ রান করেন।
ভারতের পক্ষে বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন গুরজাপনিত সিং। এছাড়া হার্শ দীপ ২টি এবং রামানদীপ সিং ও রবিসিং ঠাকুর একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ‘এ’ দল : ২৯৭/৪ (২০ ওভার)
আরব আমিরাত : ১৪৯/৭ (২০ ওভার)
ফলাফল : ভারত ‘এ’ দল ১৪৮ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি
