ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ঠিকানায় ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ছাড়তে রাজি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
আজ (শুক্রবার) শামির নতুন ঠিকানার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
২০২৫ আইপিএলের মেগা নিলাম থেকে শামিকে ১০ কোটি রুপিতে দলে ভিড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। একই দামে এই পেসারকে হায়াদ্রাবাদ থেকে দলে নিতে আগ্রহী লখনৌ। সম্ভাব্য এই চুক্তি সম্পূর্ণ নগদ অর্থে হবে বলে জানিয়েছে ক্রিকইনফো।
দুই দলই চুক্তিতে সম্মত হলেও সবকিছু নির্ভর করছে শামির ওপর। আগামীকাল ভারতীয় সময় দুপুর ৩টার মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেইনড ও রিলিজড ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। এরপর তাদের নিলামে নিবন্ধনকৃত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে।
সবশেষ মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জাতীয় দলের হয়ে খেলেছেন শামি। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি শামির। রঞ্জি ট্রফিতে খেললেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও জায়গা হয়নি তাঁর।
আইপিএলে ১১৯ ইনিংসে বল করে শামির সংগ্রহ ১৩৩ উইকেট। ৮.৬৬ ইকোনমিতে বল করা শামি ৩ বা তার বেশি উইকেট নিয়েছেন ৯ বার, ১১ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা।
আইপিএলে গত মৌসুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি শামি। সানরাইজার্সের হয়ে ১৪ ম্যাচের মধ্যে দলে জায়গা পেয়েছেন ৯ ম্যাচে, পেয়েছেন ৬ উইকেট। ইকোনমিও ছিলো অনেক বেশি, ৯ ম্যাচে ১১.২৩ ইকোনমিতে বল করা শামির বোলিং গড় ৫৬.১৬। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৫ রান দিয়ে উইকেটহীন ছিলেন, যা ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় ব্যয়বহুল স্পেল।
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এআই