Connect with us
ক্রিকেট

রেকর্ড নিয়ে ভাবেন না শান্ত, দলে অবদান রাখাই লক্ষ্য

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত ৮ম টেস্ট সেঞ্চুরি করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

টেস্টে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর সেঞ্চুরি করার শতাংশে শান্তর ওপরে শুধু ব্র্যাডম্যান ও জর্জ হ্যাডলি। ৩৮ টেস্টে ১৩ বার পঞ্চাশ পেরিয়ে যাওয়া ইনিংসে ৮ বারই সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত।

৬১.৫৪ শতাংশ ফিফটিকে শতকে পরিণত করেছেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি হ্যাডলি ৪০ ইনিংসে সব মিলিয়ে ১৫ বার পঞ্চাশ পেরিয়ে সেঞ্চুরি করেছেন ১০টিতে, শতাংশের হিসাবে তা ৬৬.৬৭। অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল ও ব্ল্যাক ব্র্যাডম্যানের ওপরে আছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, পঞ্চাশ পেরোনো ৬৯.০৫ শতাংশ ইনিংসেই তিনি পেরিয়েছেন শতকের দেখা।



তবে রেকর্ড নিয়ে চিন্তা করেন না শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের তিনি বলেন, ‘(রেকর্ড নিয়ে) চিন্তা করি না, চেষ্টা করি যখন থিতু হই, চেষ্টা থাকে যে কীভাবে আমি বড় রান করতে পারি দলের জন্য।’

ধারাবাহিক পারফরম্যান্সের আকাঙ্ক্ষার কথা জানিয়ে শান্ত বলেন, ‘মাত্র ৩৮ ম্যাচ খেলছি। এখনই এত লম্বা চিন্তা করছি না। এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নেই। মুশফিক ভাই ৯৯টা টেস্ট খেলে ফেলেছে, তেমন বা ১০০–১৫০ ম্যাচ খেলার পরে যদি এ রকম ধারাবাহিক থাকতে পারি, তাহলে আমি বলতে পারব, মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি।’

অধিনায়ক হিসেবেও দুর্দান্ত শান্ত। ক্যারিয়ারের ৮ টেস্ট  সেঞ্চুরির ৪টিই তিনি পেয়েছেন নেতৃত্বে থাকতে। অধিনায়ক হিসেবে বাংলাদেশের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুশফিকুর রহিমের, তিনি আবার নাজমুলের দ্বিগুণের বেশি ইনিংসে ব্যাট করেছেন। এ বিষয়ে শান্ত বলেন, ‘আমি ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্যও মনে হয় না আমি অধিনায়ক হিসেবে খেলছি। চিন্তা করি যে কীভাবে ব্যাটসম্যান হিসেবে অবদান রাখতে পারি। ওইটাই মূল নজর থাকে। আর যখন অব দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে থাকি, তখন অধিনায়ক হিসেবে আমার যে দায়িত্বগুলো পালন করার, তা করি।’

সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ১৯ নভেম্বর আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট