Connect with us
ক্রিকেট

ব্যাটিংয়ের সময় নিজেকে অধিনায়ক মনে করি না : শান্ত

“I don’t think of myself as the captain while batting,” said Shanto.
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

গত জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আয়ারল্যান্ড সিরিজের আগে ফের শান্তর কাধেই নেতৃত্ব তুলে দেয় বোর্ড। পুনরায় নেতৃত্ব পেয়ে আয়ারল্যান্ড সিরিজে শান্ত ছিলেন পুরোদস্তুর। সিলেট টেস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলও পেয়েছে এক দুর্দান্ত জয়। 

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের বাংলাদেশের দুটি সেঞ্চুরির মধ্যে একটি এসেছে শান্তর ব্যাট থেকে। তার আগে শ্রীলঙ্কা সফরে গল টেস্টের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। সবমিলিয়ে চলতি বছর বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান শান্তর।

দলের অধিনায়কের কাধে সবসময় বাড়তি চাপ থাকে। আর এই চাপের কারণে অনেক সময় পারফরম্যান্স খারাপ হতে থাকে। শান্তর ক্ষেত্রেও এটা হয়েছিল। যে কারণে অন্য দুই ফরম্যাটের নেতৃত্ব থেলে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে টেস্টের চিত্র পুরোপুরি ভিন্ন। পরিসংখ্যানে দেখা গেছে টেস্টে অধিনায়ক হিসেবেই তার ব্যাটিং গড় বেশি।



দলের অধিনায়ক হয়েও চাপহীন ব্যাটিংয়ের পেছনে রহস্য উন্মোচন করেছেন শান্ত। মূলত ব্যাটিংয়ের সময় তিনি কখনোই নিজেকে অধিনায়ক মনে করেন না। দলের একজন ব্যাটার হিসেবেই খেলতে চেষ্টা করেন। আর তাতেই মিলছে সাফল্য।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) চার দিনে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমি একজন ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। আমার একবারের জন্যও মনে হয় না আমি অধিনায়ক হিসেবে খেলছি। আমি সবসময় চিন্তা করি একজন ব্যাটার হিসেবে কীভাবে অবদান রাখা যায়। সবসময় এটাই আমার মূল লক্ষ্য থাকে। মাঠের বাইরে বা ফিল্ডিংয়ে থাকলে অধিনায়কের দায়িত্বগুলো পালনের চেষ্টা করি।’

শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর গত চার মাসে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। শান্ত নেতৃত্ব ছাড়ার পর কিছুদিন তার জন্য বেশ কঠিন ছিল। তবে পরবর্তীতে এই সময়টা বেশ উপভোগ করেছেন শান্ত। নিজেকে সময় দেয়ার পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করেছেন এই তারকা।

শান্ত বলেন, ‘অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম কয়েকটা দিন আমার জন্য কঠিন ছিল। তারপর রিল্যাক্স ছিলাম, সময়টা উপভোগ করেছি। নিজেকে এবং পরিবারকে সময় দিয়েছি। আমার ব্যাটিং স্কিল বা মানসিক দিক কীভাবে উন্নতি করা যায়, সেগুলো নিয়ে কাজ করেছি। এই পুরো সময়টা আমার ভালো কেটেছে।’

ইতোমধ্যে ১৫ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আগামী ১৯ নভেম্বর মিরপুরে শান্তর নেতৃত্বে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট