আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে জোড়া গোলের পাশাপাশি দারুণ পারফরম্যান্স করেছেন হামজা চৌধুরী।
আজ দুপুরে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার ছবি পোস্ট করেছে ফিফা। হামজার দুর্দান্ত বাইসাইকেল কিকের ছবিতে ফিফা বাংলায় লিখেছে, ‘উড়ন্ত হামজা’।
হামজার ছবি পোস্ট করেছে তার ক্লাব লেস্টার সিটিও। ফিফার পোস্টের কিছু সময় পর তাদের পোস্টে জোড়া গোলের জন্য হামজাকে অভিনন্দন জানায় ক্লাবটি। পোস্টে হামজার বাইসাইকেল কিকের কথা আলাদাভাবে উল্লেখ করে লেস্টার সিটি।
ম্যাচে হামজার পারফরম্যান্সের গুরুত্ব বোঝা যায় প্লেয়ার রেটিংয়ে। ম্যাচে হামজার রেটিং ৯, যা দু’দলের খেলোয়াড়দের মধ্যে সর্ব্বোচ্চ। ম্যাচের ২৯ মিনিটে রোহিত চান্দের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ছন্দে ফেরে বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে জামাল ভূঁইয়ার অ্যাসিস্টে দারুণ এক বাইসাইকেল কিকি বল গোলে জড়ান হামজা চৌধুরী। এর চার মিনিট পর পাওয়া পেনাল্টিতে গোলরক্ষককে ফাঁকি দিয়ে আবার বল জালে জড়ান হামজা।
যদিও যোগ করা সময়ের তিন মিনিটে ডিফেন্ডার আর আর গোলকিপারের ভুলে গোল হজম করে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শেষ মুহুর্তের ভুলে ম্যাচ ড্র হলেও হাল ছাড়ছেন না হামজা। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আপাতত সেই ম্যাচকে ঘিরেই তার পরিকল্পনা।
নেপালের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন হামজা ও জায়ান। এরপরই শঙ্কা তৈরি হয়েছিল ভারতের বিপক্ষে তাদের খেলা নিয়ে। তবে কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন ভারতের বিপক্ষে হামজা-জায়ানরা খেলার আশায় আছেন। তারা চোট পেলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে ম্যাচ শেষে জানান তিনি। ক্যাবরেরা বলেন, ‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। এমন কিছু হয়নি যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এআই