Connect with us
ক্রিকেট

চূড়ান্ত হলো ২০২৬ আইপিএল নিলামের ভেন্যু ও তারিখ

আইপিএল নিলাম-২০২৬। ছবি: সংগৃহীত

আইপিএল-২০২৬ আসরের নিলাম ভারতে হবে নাকি বাইরে হবে এই গুঞ্জন ছিল অনেক দিন। এবার সেই গুঞ্জনের সমাপ্তি হতে চলেছে। ভারতের বাইরে নিলাম হওয়ার যে গুঞ্জন সেটাই আনুষ্ঠানিকভাবে হতে চলেছে। ক্রিকইনফোর তথ্যমতে, ১৯তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। 

টানা তৃতীয়বারের মত আইপিএল নিলাম যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ২০২৪ সালে হয়েছিল দুবাইয়ে, আর ২০২৫ সালের মেগা নিলাম বসেছিল জেদ্দায় দুই দিনব্যাপী। তবে ২০২৬ মৌসুমের নিলাম হবে এক দিনের মিনি নিলামের ধরনেই।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে কোন খেলোয়াড়দের রেখে দেবে আর কাদের মুক্ত করবে, তার তালিকা পাঠাতে হবে ১৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটার মধ্যে (বাংলাদেশ সময়)। সেখান থেকে তৈরি হবে সংক্ষিপ্ত তালিকা, এরপরই নিলামের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।



আইপিএলে এবার নতুন সংযোজন হচ্ছে ‘ট্রেডিং উইন্ডো’ পদ্ধতি। ইতোমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এই উইন্ডো ব্যবহার করে শার্দুল ঠাকুর (লক্ষ্ণৌ থেকে ২ কোটি রুপি) এবং শারফেন রাদারফোর্ডকে (গুজরাট থেকে ২ কোটি ৬০ লাখ রুপি) দলে নিয়েছে।

মেগা নিলাম সাধারণত তিন বছর পরপর হয়। ২০২৫-এর আগে শেষ মেগা নিলাম হয়েছিল ২০২২ সালে। এবার তাই হচ্ছে স্বাভাবিক নিলাম। আগের নিলামেই উঠেছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম। লক্ষ্ণৌ ২৭ কোটি রুপি দিয়ে নিয়েছিল ঋষভ পন্তকে। দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়াস আইয়ার, যার জন্য পাঞ্জাব কিংস খরচ করেছিল ২৬ কোটি ৭৫ লাখ রুপি।

এদিকে ২০২৫ আইপিএলের শেষে প্রথমবার শিরোপা জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে তারা ৬ রানে হারায় পাঞ্জাব কিংসকে। কোহলিরও ১৮ বছরের দীর্ঘ ট্রফি খরা শেষ হয়।

সব মিলিয়ে ২০২৬ মৌসুম শুরু হওয়ার আগেই আবুধাবির নিলাম ঘিরে উত্তেজনা বাড়ছে।ইতিমধ্যেই অনেক দল তাদের নিজেদের মত করে গোছানো শুরু করে দিয়েছে। নতুন নিয়ম সংযোজন করায় দলবদলে আবারও বড় ধরনের চমক দেখা যেতে পারে।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট