Connect with us
ফুটবল

ম্যাচ ড্র করায় হতাশ হামজা, প্রস্তুত হতে বললেন ভারত ম্যাচের জন্য

Hamza Chowdhury
হামজা চৌধুরী। ছবি- ফেসবুক

পূর্ণতা পেল না হামজা চৌধুরীর নৈপুণ্যের রাত। এদিন জয়ের আনন্দে মাততেই পারত বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের গোল হজমের রীতি যেন কাটিয়ে উঠতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। অন্তিম সময়ে গোল খেয়ে আবারও জয় বঞ্চিত বাংলাদেশ। যার ফলে হামজার জোড়া গোল গেছে বৃথা।

গতকাল বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ২-২ গোলের ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন হামজা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে বিরতি থেকে ফিরেই দলকে এগিয়ে নেন এই তারকা ফুটবলার। তবে শেষ পর্যন্ত জিততে না পারায় ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ে যখন বাংলাদেশের জালে গোল জড়ায় নেপাল, তখন ডাগআউটে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকেন হামজা। খেলার শেষে নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন তিনি। যেখানে ম্যাচ জিততে না পারার হতাশা প্রকাশের পাশাপাশি ভারত ম্যাচের জন্য প্রস্তুত হতে বলেছেন লেস্টার সিটিতে খেলা এই তারকা।



ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করে হামজা তার ক্যাপশনে লিখেন, ‘আরেকটি হতাশাজনক সমাপ্তির রাত। এই ম্যাচে আমাদের জেতা উচিত ছিল! আপনার ভালোবাসা এবং সমর্থনের জন্য সবসময়ের মতো ধন্যবাদ, আসুন একসাথে থাকি। চলুন আমরা সবাই বড় ম্যাচের (ভারত ম্যাচের) জন্য প্রস্তুত হই এবং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ হোম ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাফুফে। তবে প্রত্যাশা অনুযায়ী নেপালের বিপক্ষে এই প্রস্তুতিমূলক ম্যাচ জয়ে রাঙাতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। 

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল