Connect with us
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন তাইজুল

Taijul reaches a new milestone in Test cricket.
তাইজুল ইসলাম। ছবি- বিসিবি

লাল বলের ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিলেট টেস্ট দিয়ে এই কীর্তি গড়েছেন তাইজুল।

আয়ারল্যান্ড সিরিজের আগে তাইজুলের প্রথম শ্রেণির উইকেট ছিল ৪৯৭ টি। টেস্টের প্রথম ইনিংসে ২টি উইকেট শিকার করেন তিনি। মাইলফলক স্পর্শ করতে আর একটি উইকেট দরকার ছিল তার। আয়ারল্যান্ডের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে সেই কাঙ্খিত উইকেট পেয়ে গেছেন এই তারকা।

আইরিশদের ব্যাটিং ইনিংসের ২২তম ওভারে আঘাত হানেন তাইজুল। দলীয় ৬৮ রানের মাথায় হ্যারি টেক্টরকে এলবিডব্লু করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টেক্টর। তাতে ৫০০ উইকেটের মাইলফলক পূর্ণ হয় এই স্পিনারের।



এর আগে প্রথম ইনিংসেও আয়ারল্যান্ডের দুই ব্যাটারকে এলবিডব্লুর ফাদে ফেলে আউট করেছিলেন তাইজুল। পর পর দুটি ওভারে জরডান নেইল ও ম্যাথিউ হামফ্রেয়সের উইকেট তুলে নেন এই বাঁহাতি। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩টি উইকেট শিকার করেছেন এই স্পিনার।

বাংলাদেশের স্পিন ভেলকিতে দ্বিতীয় বার ব্যাট করতে নেমে একশো রানের আগেই ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সিলেটে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে আইরিশরা। এখনো ২১৫ রানে পিছিয়ে দলটি। ইনিংস ব্যবধানে হার এড়াতে বাকি উইকেট হাতে রেখেই এই রান করতে হবে সফরকারীদের।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ৩০১ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট