Connect with us
ক্রিকেট

কলকাতার বড় চমক, সহকারী কোচের দ্বায়িত্বে শেন ওয়াটসন

শেন ওয়াটসন
শেন ওয়াটসন। ছবি: সংগৃহীত

আইপিএল শুরু আগে কোচিং প্যানেলে বড় চমক আনতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে।

আইপিএলের অন্যতম সফল দলের হাত ধরে তিন বছর পর আইপিএল কোচিংয়ে ফিরছেন শেন ওয়াটসন। এর আগে রিকি পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালসে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে চমক দেখিয়ে অভিষেক নায়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা। আগে কেকেআরের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক। সংক্ষিপ্ত মেয়াদে ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।



কোচিংয়ে ওয়াটসন এখনো বড় নাম না হলেও দুর্দান্ত আন্তর্জাতিক ও আইপিএল ক্যারিয়ার পার করেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার অনেক জয়ে বড় ভূমিকা রেখেছেন।

আইপিএলেও দুর্দান্ত সময় কাটিয়েছেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের হয়ে কাটিয়েছেন নিজের স্বর্ণালী সময়। ১৪৫ ম্যাচে ৪ টি সেঞ্চুরি আছে তার নামের পাশে, যার একটি আবার আইপিএল ফাইনালে। কেকেআরের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়াটসন। দ্বায়িত্ব পাওয়া নিয়ে বলেন, ‘কেকেআরের অংশ হতে পারা সম্মানের। সর্বদা দলটির প্রতিশ্রুতি এবং ভক্তদের আবেগের প্রশংসা করি আমি। কোচিং স্টাফের সঙ্গে খুব আন্তরিকভাবে কাজ করতে এবং আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছি।’

২০১২ সালে ফাইনালে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া কলকাতা মোট শিরোপা জিতেছে তিনবার। সবশেষ ২০২৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে তাদের তৃতীয় শিরোপা ঘরে তোলে কেকেআর। এবার অভিষেক-ওয়াটসনের রণকৌশল আর অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া দল নিয়ে ৪র্থ শিরোপা জয়ের মিশনে নামতে যাচ্ছে তারা।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট