অ্যাশেজের আগে অজি শিবিরের পর ইনজুরি হানা দিয়েছে ইংলিশ শিবিরেও। অজি অধিনায়ক প্যাট কামিন্স খেলতে পারবেন না প্রথম টেস্ট, ছিটকে গেছেন শন অ্যাবটও। নিবিড় পর্যবেক্ষণে আছেন আরেক অজি পেসার জশ হ্যাজলউড। ইংলিশ শিবিরেও হানা দিয়েছে ইনজুরি, প্রস্তুতি ম্যাচ চলাকালে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন পেসার মার্ক উড।
পার্থের লিলাক হিলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচে হাঁটুর অস্ত্রোপচারের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে উড দুই দফায় চার ওভার করে বল করেন। দ্বিতীয় স্পেল শেষে মাঠ ছাড়েন এই পেসার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ মার্ক উডের জন্য পরিকল্পনা ছিল মোট ৮ ওভার বল করানোর। তবে তার হ্যামস্ট্রিংয়ে কিছুটা শক্তভাব অনুভূত হয়েছে, যার কারণে দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে তিনি মাঠ ছাড়েন। আগামীকাল সতর্কতামূলকভাবে তার স্ক্যান করানো হবে।’ দুই দিনের মধ্যে উড আবার বল করতে পারবেন বলে আশা করছে বোর্ড।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুর ইনজুরির পর উড ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে চাইলেও অনুশীলনে নতুন ঝুঁকি দেখা দেওয়ায় পুরো ঘরোয়া মৌসুম থেকেই ছিটকে যান।
লিলাক হিলের ধীরগতির উইকেটে তিনি বেশ কিছু দ্রুতগতির ডেলিভারি করতে দেখা যায় উড কে। ইংল্যান্ডের এই ম্যাচে কোনো অফস্পিনার নেই; শোয়েব বাশির মূল একাদশে জায়গা না পাওয়ায় সম্পূর্ণ পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়েই নেমেছে দলটি।
দিন শেষে সংবাদ সম্মেলনে হ্যারি ব্রুক বলেন, ‘এটা অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়, তবে দ্রুতগতির বোলারদের জন্য এমনটা স্বাভাবিক। আমি এখনো তার সঙ্গে কথা বলিনি, তাই ঠিক কেমন আছে জানি না। আগামীকাল দেখা যাবে।’
প্রস্তুতি ম্যাচে অধিনায়ক বেন স্টোকস ছিলেন সবচেয়ে কার্যকর বোলার; চায়ের বিরতির আগে পড়া পাঁচ উইকেটের মধ্যে চারটি ছিল তার দখলে।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/এআই