অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের পর অবশেষে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। দলীয় ৫৮৭ রানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে দুজন ব্যাটার শতক এবং তিনজন পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন।
এদিন, মাঠে নামার পর থেকেই অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একের পর এক দুর্দান্ত শট খেলে নিজের পঞ্চম ফিফটি পূর্ণ করেন। ফিফটি করে আরও আগ্রাসী মেজাজ ধারণ করেন তিনি। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে কিছুটা ধীর ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ১১৪ বলে নিজের অষ্টম শতক তুলে নেন তিনি। ততক্ষণে বাংলাদেশের দলীয় রানও পাঁচশো ছাড়াল।
শান্ত’র ১১৪ বলে ১০০ রানের ইনিংসটি ৯টি চারে সাজানো ছিল। ক্যারিয়ারে এটি তার অষ্টম শতক। এই বছর সর্বশেষ ৫ ইনিংসের তিনটিতেই শতক হাঁকালেন শান্ত। তবে শতক পূর্ণ করে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি এই ব্যাটার। ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। শেষ পর্যন্ত রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আউট হওয়ার পর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং নবাগত ব্যাটার হাসান মুরাদের সাথে পার্টনারশিপে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি মিরাজ। স্প্রিনার হামপ্রিসের বলে আউট হয়ে ফিরে যান তিনি। তারপর ব্যাটিংয়ে নামেন পেসার হাসান মাহমুদ। হাসান মুরাদের সাথে গড়েন ২৮ বলে ১৪ রানের পার্টনারশিপ। ১৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রানে থেকে চা বিরতিতে যায় বাংলাদেশ।
দলীয় ৬০০ রানের লক্ষ্যে ও ৩০০ ছুঁইছুঁই লিডের জন্য চা বিরতির পর ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
এর আগে দিনের শুরুটা যদিও বাংলাদেশের জন্য কিছুটা ধাক্কার ছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দুজনেই ফিরেছেন প্রথম সেশনে।
৩৪৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ শান্ত ও মুশফিকের পঞ্চাশোর্ধ জুটিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। প্রতিপক্ষের বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলে ২৩ রানে গালিতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
তারপরই অন্যপ্রান্ত আগলে রেখে নিজের অষ্টম শতক তুলে নেন শান্ত। লিটনের সাথে গড়েন ৯৮ রানের পার্টনারশিপ। ৬৬ বলে ৬০ রান করে টেক্টরের দুর্দান্ত ক্যাচে আউট হন লিটন।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/টিএ