Connect with us
ক্রিকেট

সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির আক্ষেপে ফিরলেন মুমিনুল-জয়

জয়-মুমিনুল
ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিস জয়-মুমিনুলের

সিলেট টেস্টে দুর্দান্ত শুরুর পরেও তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য আনন্দের ছিল না। দ্বিতীয় দিনে দুর্দান্ত শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খায়। দ্বিতীয় দিনে অসাধারণ ব্যাট করা মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক বড় রানের আশা দেখাচ্ছিলেন। ব্যক্তিগত রেকর্ডেও দুজন ছিলেন ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির দ্বারপ্রান্তে। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই দুজন আউট হয়ে যান। 

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। অপরাজিত ছিলেন জয় (১৭১*) ও মুমিনুল (৮২*)। কিন্তু বৃহস্পতিবার সকালে ব্যাট হাতে নেমে দুজনই টিকতে পারেননি বেশি সময়। ব‍্যারি ম্যাককার্থির ডেলিভারিতেই শেষ হয় তাদের ১৭৩ রানের বিশাল জুটি।

জুটি ভাঙে জয়ের আউটের মধ্য দিয়ে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ওপেনার নতুন বলে ম্যাককার্থির স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লরকান টাকারের হাতে ক্যাচে ধরা পড়েন। ২৮৬ বল খেলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রানের অসাধারণ ইনিংস খেলে ফেরেন তিনি।



এর মাত্র ৯ বল পর ফেরেন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের এক বল হালকা ভেতরের দিকে ঢুকে এসে তাঁর ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে। ১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় গড়া ৮২ রানের ইনিংস থামে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।

এ ইনিংসের আগে সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল (১০৭*)। এরপর ৯ ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি এলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। ৮২ রানে আউটে সেই অপেক্ষা আরও দীর্ঘ করলেন সাবেক এই অধিনায়ক।

এর আগে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়েছিল। জয়-মুমিনুলের ১৭৩ রানের পার্টনারশিপে বড় লিডের পথে এগুচ্ছিল বাংলাদেশ। তবে সেট দুই ব্যাটারের দ্রুত আউটে কিছুটা ধাক্কা খেল বাংলাদেশ।

৩৪৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ এখন শান্ত ও মুশফিকের পঞ্চাশোর্ধ জুটিতে এগিয়ে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০৬ রান।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট