Connect with us
ক্রিকেট

রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে: বিসিসিআই

রোহিত ও বিরাট
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ভারতীয় দলে জায়গা ধরে রাখতে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে এমন বার্তা পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর বরাতে জানা গেছে, বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই এই নির্দেশনা গেছে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে।

টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দুজনেই এখন কেবল ওয়ানডে ফরম্যাটে ভারতের জার্সিতে খেলছেন। আর এ কারণেই ম্যাচ ফিটনেস ধরে রাখতে তাঁদের ঘরোয়া ক্রিকেটে ফেরার ওপর জোর দিচ্ছে বোর্ড।

আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, বিজয় হাজারে ট্রফি। বোর্ডের বার্তার পর এই টুর্নামেন্টেই রোহিত ও কোহলিকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এটিই একমাত্র ঘরোয়া আসর, যেখানে বোর্ড চায় সিনিয়ররা ক্রিকেটাররা খেলুক।



বোর্ডের বরাত দিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, রোহিত মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি খেলতে প্রস্তুত। তবে কোহলির অংশগ্রহণ নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।

৩৭ বছর বয়সী কোহলি ও ৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ খেলেছেন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সেই সিরিজে রোহিত একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করলেও কোহলি ফর্মে ফিরেছিলেন শেষ ম্যাচে, অপরাজিত ৭৪ রানে।

বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, “বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দুজনকেই জানিয়ে দিয়েছে “যদি ভারতের হয়ে খেলতে চাও, তাহলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে”। যেহেতু তাঁরা এখন একটিমাত্র সংস্করণে খেলছেন, তাই ফিটনেস ও ফর্ম ধরে রাখতে ঘরোয়া ম্যাচ খেলা খুবই গুরুত্বপূর্ণ।”

তাছাড়া ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সৈয়দ মুশতাক আলী টি–টোয়েন্টি টুর্নামেন্টেও রোহিতকে দেখা যেতে পারে। তিনি বর্তমানে মুম্বাইয়ের শারদ পাওয়ার ইনডোর একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন। লন্ডনে থাকা কোহলিকেও ঘরোয়া ক্রিকেটে ফেরাতে চায় বোর্ড।

বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব নিয়ে বলেন, “আমরা অনেক আগে থেকেই বলে দিয়েছি, খেলোয়াড়েরা যখনই ফ্রি থাকবেন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটিই ম্যাচ ফিট থাকার সবচেয়ে কার্যকর উপায়।”

উল্লেখ্য, গত মৌসুমে রোহিত ও কোহলি দুজনই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন দীর্ঘ বিরতির পর। ১২ বছর পর কোহলি খেলেছিলেন দিল্লির হয়ে, আর ১০ বছর পর রোহিত নেমেছিলেন মুম্বাইয়ের জার্সিতে।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট