Connect with us
ক্রিকেট

মুশফিকের ঐতিহাসিক ২১৯ রানের ইনিংসটি যেমন ছিল

দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন মুশফিক। ছবি- সংগৃহীত

২০১৮ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলে গড়েন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

এই ইনিংসের মাধ্যমে মুশফিক টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। ৪২১ বল মোকাবিলা করে খেলা তার এই ম্যারাথন ইনিংসটি এখনো কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্টে সর্বাধিক বল খেলার রেকর্ড হিসেবে অটুট। এর আগে মোহাম্মদ আশরাফুলের ছিল এই রেকর্ড (২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৭ বল)।

মুশফিকুর রহিম বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার, যিনি নিজের দেশের টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দুবার ভেঙেছেন ২০০ বা ততোধিক রানের ইনিংস খেলে। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলি, বিনু মানকাড, ব্রায়ান লারা ও বীরেন্দ্র সেহওয়াগ।



মুশফিকের দুর্দান্ত ইনিংসের কল্যাণে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। পরে নিজেদের বোলারদের দাপটে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে টাইগাররা। এটাই ঘরের মাঠে সবচেয়ে দীর্ঘ ইনিংস, এবং ৫২২ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Mushfiqur Rahim celebrates his double-century (1)

ডাবল সেঞ্চুরি করার পর মুশফিকের উদযাপন। ছবি- সংগৃহীত

এদিকে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। সিলেটের মাটিতে প্রথম টেস্টে ১৫১ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে মিরপুরের মাটিতে স্বাগতিকরা তুলে নেয় ঐতিহাসিক জয়। ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম।

প্রসঙ্গত, বাংলাদেশের জার্সিতে মুশফিকুর রহিম টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন। দেশের ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটার ও সবচেয়ে সফল উইকেটরক্ষক। তার ২১৯ রানের ইনিংসটি এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ডবুকে জায়গা করে আছে।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট