Connect with us
ফুটবল

নকআউট পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচগুলো কখন

Who will Brazil and Argentina face in the last 32 of the World Cup, and when will the matches take place?
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা।ছবি- সংগৃহীত

চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গতকাল (মঙ্গলবার) শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্ব শেষে শেষে নকআউট পর্বে উঠেছে ৩২টি দল। শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লাতিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

শেষ ৩২-এ লাতিন অঞ্চলের আরেক দেশ প্যারাগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। এই দুই ম্যাচে যারা জিতবে তারাই শেষ ষোলোতে জায়গা পাবে। যারা হারবে, তারা বাদ পড়বে।

এর আগে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব জুড়ে বেশ দাপট দেখিয়েছে দলটি। প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে এবং শেষ ম্যাচে ফিজিকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারায় আকাশী-নীলরা। তাতে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হিসেবে শেষ-৩২ তে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।



অন্যদিকে ব্রাজিল বিশাল এক জয়ের বিশ্বকাপ শুরু করেছিল। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে হারায় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে পরাজিত করে সেলেসাও যুবারা। তবে শেষ ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে দলটি। তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্বে পা রেখেছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ-৩২ এর মোট ১৬টি ম্যাচ। ১৪ নভেম্বর কাতারের দোহায় এসপায়ার একাডেমির ২ নম্বর মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

একই দিন মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। দোহায় এসপায়ার একাডেমির ৯ নম্বর মাঠে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল