Connect with us
ক্রিকেট

সাইফকে টি-টেন লিগে খেলার অনুমতি দিল বিসিবি

BCB grants Saif permission to play in the T10 League.
সাইফ হাসান। ছবি- সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে খেলার অনুমতি পেয়েছেন সাইফ হাসান। দশ ওভারের এই জমজমাট ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে অংশগ্রহণের জণ্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নাহিদ রানাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি।

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন সাইফ। তবে পুরো আসর খেলতে পারবেন না এই ওপেনার। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগ পর্যন্ত তাকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাই আগেভাগেই দেশে ফিরতে হবে সাইফকে।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে টি-টেন লিগ। আর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। তাই সাইফকে ২৩ নভেম্বর পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিসিবি। লিগ পর্বে মোট ৭টি ম্যাচ খেলবে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এর মধ্যে প্রথম ৪টি ম্যাচে খেলার সুযোগ পাবেন সাইফ।



এদিকে নাহিদের খেলার কথা ছিল ভিস্তা রাইডার্সের হয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি। চলমান সিলেট টেস্ট শেষে ১৯ নভেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট। তবে টেস্ট সিরিজ শেষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলবেন তিনি। যে কারণে বোর্ড থেকে অনুমতি পাননি এই স্পিড স্টার।

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে খেলবেন সাকিব আল হাসানও। ড্রাফফটের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যাম্পস। এই ফ্রাঞ্চাইজিটির নেতৃত্বে থাকবেন এই অলরাউন্ডার। ২৬ নভেম্বর সাকিবের রয়াল চ্যাম্পসের মুখোমুখি হবে সাইফদের অ্যাসপিন স্ট্যালিয়ন্স। তবে সাইফ এই ম্যাচ খেলার আগেই দেশে ফিরবেন।

অ্যাসপিন স্ট্যালিয়ন্সের স্কোয়াড : সাইফ হাসান, তাইমাল মিলস, টিম শেইফার্ট, হরভজন সিং, আন্দ্রে ফ্লেচার, আভিস্কা ফার্নান্দো, শেরফান রাদারফোর্ড, বিনুরা ফার্নান্দো, রায়ান বার্ল, আখিলেশ বোদুগুম, আলী খানি, বেন কাটিং, জোহাইর ইকবাল, ইসাম মতিউর, হাফিজ উর রেহমান, অ্যাশেমড নেড, ম্যাথু হার্স্ট, মোনাক প্যাটেল, হার্শিত শেঠ।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট