আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দাপট দেখিয়েছে পাকিস্তানি খেলোয়াড়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও শুরু করেছে জয় দিয়ে।
ধারাবাহিক পারফর্মেন্স এর ইতিবাচক প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ১০৫ রান করে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সালমান আগা।
ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে উঠে এসেছেন সালমান। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটিতে ১৮ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে চলে এসেছেন ওপেনার সাইম আইয়ুব।
উন্নতি করেছেন স্পিনার আবরার আহমেদও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়নাডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২০ নাম্বারে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রেখেছিলেন হারিস রউফ। এবার র্যাঙ্কিংয়ে পেলেন সুখবর। ২ ধাপ এগিয়ে এই পেসার আছেন ২৯ নাম্বারে।
প্রত্যাবর্তনের পর দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই ফিফটি করে র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ১৫ তম অবস্থানে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে ৫৪ রানে ৩ উইকেট উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন ৫৯ রান। তাতেই ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে এই শ্রীলঙ্কান। বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ম স্থানে তিনি।
র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, বাংলাদেশের অবস্থান ১০ম। ব্যাটিং র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি শীর্ষস্থানের, শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পরিবর্তন হয়নি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও, শীর্ষে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। একধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও হয়নি পরিবর্তন, শীর্ষে রয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এআই