আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্বস্তি দুই দিন শেষ করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম দিন স্বাগতিক বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সাদমান-জয়-মুমিনুলরা। তবে এরমাঝে দুঃসংবাদ পেয়েছেন নাহিদ রানা। আচরণবিধি লঙ্ঘন করার কারণে তাকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মূলত প্রতিপক্ষ ব্যাটারকে বল ছুড়ে মেরে শাস্তি পেয়েছেন নাহিদ। গতকাল (মঙ্গলবার) আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে এই ঘটনা ঘটে। নাহিদ বল করার পর আইরিশ ব্যাটার কেড কারমাইকেলের ব্যাটে লেগে সেটা আবার রানার হাতেই ফিরে আসে। ফলোথ্রুতে কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারেন নাহিদ। এরপর বল তার প্যাডে আঘাত করে। তবে তিনি ছিলেন ক্রিজের মধ্যেই। এর ফলে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘিত হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। কারমাইকেলের দিকে বল মেরে এই ধারা লঙ্ঘন করেছেন নাহিদ।
নাহিদের বিরুদ্ধে অভিযোগ আনেন বিরুদ্ধে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি ও আহসান রাজাসহ তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। তাদের অভিযোগের পর ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের কাছে শাস্তি মেনে নেন নাহিদ। এর ফলে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় নাহিদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
এদিকে সিলেট টেস্টে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৫২ রানে এগিয়ে স্বাগতিকরা। আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। ১৬৯ রান নিয়ে মাঠে আছেন মাহমুদুল হাসান জয়। অপরপ্রান্তে তার সঙ্গী মুমিনুল। তিনি ৮০ রানে অপরাজিত আছেন। এছাড়া সাদমান ইসলাম ৮০ রান করে আউট হয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি