Connect with us
অন্যান্য

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা

Bangladesh vs Pakistan Hockey match press conference (1)
বাংলাদেশ-পাকিস্তান হকি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

ক্রিকেট-ফুটবলের ব্যস্ততায় যেন আলো কিছুটা কম পাচ্ছে হকি। তবে আগামীকাল থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক সিরিজে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তপ্ত রাজধানী।

আগামীকাল ১৩ নভেম্বর ঢাকাকে অচল করার লক্ষ্যে আন্দোলনের ঘোষণা দিয়েছে ২০২৪ এর ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ। আর এই দিনেই রয়েছে বাংলাদেশের ফুটবল ও হকির দুই ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।

আজ বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান বললেন, ‘এ ম্যাচটির জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। আমরা পাকিস্তান দলের কর্মকর্তাদের বলেছি তারা যেন আগেই মাঠে আসে। স্বাভাবিক নিয়মে যতক্ষণ আগে আসতে হয়, তার চেয়ে এক দুই ঘণ্টা আগে আসার অনুরোধ করেছি। বাংলাদেশ দলও মাঠে আগে আসবে।’



নিরাপত্তার বিষয়ে লে. কর্ণেল রিয়াজুল হাসান আরও বলেন, ‘পর্যাপ্ত পুলিশ থাকবে উভয় দলের নিরাপত্তার জন্য। দুই দলই অফিসিয়াল পুলিশ স্কটের প্রোটোকলের মাধ্যমেই স্টেডিয়ামে আসবে।’

নিঃসন্দেহে এই ম্যাচে পাকিস্তান ফেবারিট। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তান হকি দলের বিপক্ষে বাংলাদেশের এই তিন ম্যাচের সিরিজে জয়ী দল সুযোগ পাবে বিশ্বকাপের বাছাইপর্ব খেলার। এর আগে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে নিরাপত্তা ইস্যুতে খেলতে যায়নি পাকিস্তান। সেই টুর্নামেন্টে ষষ্ঠ হওয়া বাংলাদেশের সঙ্গে তাই এই সিরিজ খেলতে হচ্ছে তাদের।

বাংলাদেশ হকি দলের অধিনায়ক বাবু বলছেন, ‘আমরা বাস্তবতাটা সবাই জানি যে পাকিস্তান আমাদের চেয়ে বেটার টিম। তো এর আগেও আমি বলেছি এখানে আমাদের হারানোর কিছু নেই। তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে।’

পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বিশ্বকাপ বাছাইয়ে খেলার প্রত্যাশার কথা জানিয়ে বলেন,’ আমি ঢাকায় এসে খুব খুশি তিন ম্যাচের এই সিরিজ খেলতে, বাংলাদেশের জাতীয় দলের বিপক্ষে। এটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, কারণ এখান থেকেই বিশ্বকাপের বাছাইপর্বে ওঠার সুযোগ রয়েছে।’

আগামীকাল দুপুর ২টায় মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ। আগ্রহী দর্শকরা টিকিট ছাড়াই বিনামূল্যে দেখতে পারবেন এই খেলা। তবে এদিন আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচির কারণে কিছুটা শঙ্কিত নগরবাসী। গতকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য