বাংলাদেশের হয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা মুশফিকুর রহিমের দখলে। এক ইনিংসে ২১৯ রান নিয়ে শীর্ষে আছেন এই অভিজ্ঞ তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পথে আছেন মাহমুদুল হাসান জয়। দলের আরেক ওপেনার সাদমান ইসলামের বিশ্বাস, ডাবল সেঞ্চুরি হাকিয়ে মুশফিকের রেকর্ডও ভাঙবেন এই ওপেনার।
সিলেটে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে পুরোপুরি আধিপত্য ছিল স্বাগতিক ব্যাটারদের। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে নিয়েছে টাইগাররা। হাতে ৯টি উইকেট ও ৫২ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ও জয়। উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করেন তারা। সেঞ্চুরির সুযোগ থাকলেও আগেই ফিরেছেন সাদমান। ১০৪ বলে ৮০ রানের ইনিংস খেলে ফেরেন এই ওপেনার। তবে সাদমান সেঞ্চুরি মিস করলেও জয় সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। মুমিনুল হককে সঙ্গে নিয়ে পৌঁছে যান ক্যারিয়ারের দ্বিতীয় শতকে।

সেঞ্চুরির পর উদযাপন করছেন মাহমুদুল হাসান জয়। ছবি- বিসিবি
তবে সেঞ্চুরি করেই থামেননি জয়। সেটিকে দেড়শো রানের মাইলফলকেও রূপান্তর করেছেন এই ব্যাটার। এখন ডাবল সেঞ্চুরির পথে আছেন তিনি। দ্বিতীয় দিন শেষে ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছক্কার মারে ১৬৯ রান করে অপরাজিত আছেন এই ওপেনার। অপরপ্রান্তে মুমিনুল ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮০ রান করে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন সাদমান। সেখানে জয়ের দুর্দান্ত এই ইনিংসের প্রশংসা করেন তিনি। মুশফিকের রেকর্ড ভাঙা প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘জয় অনেক দুর্দান্ত ব্যাটিং করেছে। ইনশাআল্লাহ ও পারবে (মুশফিকের রেকর্ড ভাঙতে)।
টেস্ট ক্রিকেটে এটাই জয়ের ক্যারিয়াসেরা ইনিংস। মুশফিক, তামিম ও সাকিবের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে ৩১ রান দরকার তারা। আর মুশফিককে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ৪৯ রান।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩* ও ২১৭* রানের ইনিংস রয়েছে তার। আর তামিম পাকিস্তানের বিপক্ষে ২০৬ এবং সাকিবের ২১৭ রানের একটি ইনিংস রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি