Connect with us
ক্রিকেট

হাথুরুসিংহের থেকে ট্রেনিং নিয়ে ফিরে বদলে গেলেন সাদমান!

Sadman Hossain and Chandika Hathurusingha
সাদমান ইসলাম ও চন্দিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংসের অধ্যায় এখন বেশ অতীত। এর আগে ২০২৩ সালেই টাইগারদের জাতীয় দল থেকে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে গিয়েছেন এই কোচ। তবে সম্প্রতি সেই লঙ্কান কোচের কাছে গিয়ে অনুশীলন করে এসেছেন সাদমান ইসলাম ও মমিনুল হক।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দুর্দান্ত এক ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে হাথুরুর কাছে অনুশীলনের বিষয়ে কথা বলেছেন ওপেনার সাদমান। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্যাটিং অনুশীলনের জন্য লঙ্কান সাবেক কোচের দ্বারস্থ হয়েছিলেন দুজনে। আগস্টে সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে নিজ খরচে অনুশীলন করে এসেছেন তারা। 

আজ আইরিশদের বিপক্ষে ওপেনিংয়ে ১০৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাদমান। এরপর দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, নিজের প্রধান পরিবর্তনটা এসেছে মনোজগতে। এখন রানের বল গুলোতে রান করা চেষ্টা করেন সাদমান, যা তার ব্যাটিংয়ে বড় একটা পরিবর্তন এনে দিয়েছে বলে মনে করেন।



সিডনিতে কোন বিষয়ে হাথুরুসিংহের সঙ্গে কাজ করেছেন, এমন প্রশ্নের জবাবে সাদমান জানালেন, ‘বলতে গেলে ওখানে যাওয়া, ওদের কন্ডিশনটা ব্যবহার করার জন্য। এজন্যই যাওয়া হয়েছে মূলত। সিডনিতে যেরকম পিচ, এর জন্যই যাওয়া। ওখানে ও (হাথুরুসিংহে) ছাড়া যাওয়ার ফ্যাসিলিটিজটা ছিল না বা উপায়টা ছিল না।’

তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে যে টেকনিক্যালি অনেক কাজ করেছি এরকম কিছু না, জাস্ট ওর সাথে কথা বলেছি। মানে কিভাবে ব্যাটিং করা যায়, কিভাবে রান বড় করা যায়, কিভাবে খেলায় একটু বদল আনা যায়, এগুলাই। আর কিছু মানে ওরকম কাজ করা হয়নি। আবহাওয়াও খুব ভাল ছিল না, বৃষ্টি ছিল। আমরা বেশিরভাগ অনুশীলন ইনডোরেই করেছি।’

হাথুরুসিংহে লম্বা সময় বাংলাদেশ দলের কোচ থাকলেও সময় পেলেই তিনি ছুটে যেতেন নিজ দেশে। সে কারণে কারো উন্নতির জন্য ব্যক্তিগত ভাবে পর্যাপ্ত সময় পেতেন না। এবারে ঘন্টায় ২৫০ ডলার করে একাডেমি ব্যবহারের ফি আর হাথুরুসিংহের নির্ধারিত সম্মানী দিয়েই তার পরামর্শ শুনে এসেছেন সাদমান ও মমিনুল। প্রাথমিক ভাবে দুজনের খেলাতেই দেখা যাচ্ছে ইতিবাচক ছাপ।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে মমিনুলের ব্যাট থেকেও এসেছে ফিফটি। ১২৪ বলে ৮০ রান করে এখনো অপরাজিত আছেন তিনি। তবে সেঞ্চুরের কাছে গিয়েও তা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন সাদমান। এখন পর্যন্ত খেলা ১২ টেস্টে সাদমানের রান ৭২৮, গড় প্রায় ৩৫ আর স্ট্রাইকরেট ৫৪। চলতি বছরের ৫ টেস্টে তার ব্যাটিং গড় ৪৫, স্ট্রাইক রেট প্রায় ৬০।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট