চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে জানা গেছে গেল বেশ কয়েক বছরের রীতি বদলে এবার ড্রাফটের পরিবর্তে নিলাম বা প্লেয়ার অকশনের মাধ্যমে দলগুলো বেছে নিতে পারবে পছন্দের ক্রিকেটার। এর আগে নিলামের দিনক্ষণ জানানো হলেও এবার পরিবর্তন এসেছে সেখানে।
আসন্ন বিপিএল ১২তম আসরে এবারের ক্রিকেটার নিলাম আয়োজন হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত সময় পিছিয়ে ২১ নভেম্বর আয়োজন হতে যাচ্ছে এই নিলাম অনুষ্ঠান। এ সময় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুরে চলমান থাকায় নিলাম আয়োজন হবে বিকেল তিনটায়।
ইতোমধ্যে বিপিএলের এই নিলামে স্থানীয় ও বিদেশী ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। দেশের স্থানীয় ক্রিকেটারদের ভাগ করা হবে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে। যেখানে শীর্ষ ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য হিসেবে ৫০ লাখ টাকা। বাকি পাঁচ ক্যাটাগরির ভিত্তিমূল্য আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।
এদিকে বিদেশি ক্রিকেটারদেরকেও ভাগ করা হবে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে। যার মধ্যে শীর্ষ ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য হবে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৩ লাখ বাংলাদেশি টাকা।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। নিলামের জন্য স্থানীয় ও বিদেশি কোন ক্রিকেটার থাকবেন কোন ক্যাটাগরিতে, তা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেনি বিসিবি।
এদিকে স্থানীয় ক্রিকেটারদের কেনার ক্ষেত্রে নিলামে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যবহার করতে পারবে দলগুলো। তবে নিলামের আগে সরাসরি চুক্তি করা স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক থাকবে এই অর্থসীমার বাইরে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১৩ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে যার সর্বোচ্চ সীমা ১৬ জন।
নিলাম থেকে বিদেশি ক্রিকেটারদের কেনার ক্ষেত্রে দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যবহার করতে পারবে। নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটার চুক্তি করার সুযোগ পাওয়া যাবে। এক ম্যাচে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার খেলাতেই হবে দলগুলোকে। যার সর্বোচ্চ সীমা চারজন।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এফএএস