Connect with us
ক্রিকেট

৫২ রানের লিডে স্বস্তিতে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

Bangladesh test match (1)
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টেস্টের প্রথম সেশন বাদ দিলে এখন পর্যন্ত পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে রেখেছে বাংলাদেশ। এমনকি দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। সকালের শুরুতেই আয়ারল্যান্ডের বাকি থাকা দুই উইকেট দ্রুত তুলে নিয়ে ব্যাটিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর দল।

আজ বুধবার প্রায় পুরো তিন সেশন ব্যাট করে মাত্র ১ উইকেট খরচায় ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। যেখানে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর নিজেদের ফিফটি তুলে নিয়েছেন সাদমান ইসলাম ও মমিনুল হক।

এদিন প্রথম সেশনে মাত্র ১৬ রান যোগ করতেই নিজেদের বাকি ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম গড়েন ১৬৮ রানের দুর্দান্ত জুটি।তবে সাদমান ১০৪ বলে ১ ছক্কা ও ৯ চারের সুবাদে ৮০ রান করে বিদায় নিলেন ভাঙে এই পার্টনারশিপ। 



সাদমানের আউটের পর মমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের সংগ্রহের পথে তারা দলকে এনে দেন লিড। মাহমুদুল তুলে নেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আর মমিনুল পেয়েছেন ফিফটির দেখা। দিনের খেলা শেষে ৪ ছক্কা ১৪ চারে ২৮৩ বলে ১৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদুল। মমিনুলের ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৫ চারে ১২৪ বলে ৮০ রানের সংগ্রহ। 

মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে স্বস্তিদায়ক অবস্থানে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। লিড নিয়েছে ৫২ রানের। তৃতীয় দিনের খেলায় ৯ উইকেট হাতে রেখেই দ্রুত লিড বড় করার আশায় টাইগাররা। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড—

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬/১০ রান

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩৮/১ রান

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট