Connect with us
ক্রিকেট

চার মেরে সেঞ্চুরি করলেন জয়

মাহমুদুল হাসান জয়
জয়ের শতক। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। নয় চার ও এক ছক্কায় ১৯০ বলে নিজের শতক পূর্ণ করেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম ১০৪ বলে ৮০ রান করে সাজঘরে ফিরেন।

দিনের তৃতীয় সেশনের শুরুতে ৫৬.২ ওভারে জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলেন মাহমুদুল হাসান জয়। জয় ও মুমিনুলের সাবলীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই দুইশোর গন্ডি পার হয়ে গেছে টাইগাররা।

এর আগে আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রানে শেষ করা আয়ারল্যান্ড দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ভাগাভাগি করে নিয়েছেন শেষ দুই উইকেট। সকাল ৯টা ৪৪ মিনিটেই শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস। ২৮৬ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।



দুই ওপেনারের ব্যাটে  উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ২২ ওভারের খেলা শেষে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি এবং দলীয় সংগ্রহ পৌঁছেছে ১০৮ রানে। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৫০ রানে ও সাদমান ইসলাম অপরাজিত ৫৭ রানে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। একদিকে জয়ের ঠান্ডা মেজাজের ব্যাটিং, অন্যদিকে সাদমানের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে কোনো সুযোগই পায়নি আইরিশ বোলাররা। প্রথম সেশনেই ফিফটি তুলে নেন দুই ওপেনার। ফিফটির পরে জয় আরও ধৈর্যের পরিচয় দিলেও অন্যদিকে মারমুখী হতে থাকেন সাদমান। শেষ পর্যন্ত ৮০ রান করে ম্যাথিউ হাম্প্রেয়ার্সের বলে সাজঘরে ফেরেন তিনি। সাদমান আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন ওপেনার জয়। মুমিনুলকে সাথে নিয়ে পঞ্চাশোর্ধ পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩৫ রান। মাহমুদুল হাসান জয় ১২১* ও মুমিনুল ৩১* রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট