Connect with us
ক্রিকেট

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি প্রেসিডেন্ট

এক ভিডিও বার্তায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিষেক টেস্টের ২৫ বছর ফূর্তি উপলক্ষে বিসিবি কর্তৃক আয়োজিত ক্রিকেট কনফারেন্সে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত হোটেল লবির বাইরে দাঁড়িয়ে থাকলেও সাংবাদিকদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তারই ধারাবাহিকতায় এক লাইভ ভিডিওতে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চান। 

এক ভিডিও বার্তায় বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেন, “গত ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি কর্তৃক আয়োজিত ক্রিকেট কনফারেন্সে দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমন্ত্রণ জানানোর পর তাদেরকে যতটুকু সম্মান জানানোর কথা সেটা আমরা দিতে পারিনি। তার জন্য সকল ক্রীড়া সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

সাংবাদিকদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিসিবি প্রেসিডেন্ট।  তিনি বলেন, আমাদের (বিসিবির) যে ডিপার্টমেন্টের ভুলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিব।



সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও যথাযথ সম্মান দিতে না পারার যে ব্যর্থতা তা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা যে ভুল করেছি চেষ্টা করব ভবিষ্যতে যেন এই ধরনের ভুলের কোনো পুনরাবৃত্তি না ঘটে।

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বিসিবি প্রেসিডেন্ট বলেন,” বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সাংবাদিকরা সবসময় এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। আমরা আশা করব ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতেও আপনারা সব সময় সাপোর্ট দেবেন, সাহায্য করবেন, পাশে থাকবেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর ফুর্তি উপলক্ষে সোনারাগাঁও প্যান প্যাসিফিকে ক্রিকেট কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানিত হয় প্রোগ্রাম কাভার করার জন্য। সাংবাদিকরা যথাযথ সময় উপস্থিত হলেও তাদেরকে প্রায় ঘণ্টা খানিক অপেক্ষা করানো হয়। কিন্তু বিকাল চারটা, সাড়ে চারটা, পাঁচটা পর্যন্ত অপেক্ষা করার পরও তাদেরকে হোটেলের বল রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি বরং হোটেলের বাইরে লবির সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে বিকেল ৫টার পর জানা যায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে কেক কেটে বাংলাদেশের টেস্ট খেলার ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। কেক কাটা শেষে বিসিবি সভাপতি কথা বলতে গেলে সাংবাদিকরা আর তার আনুষ্ঠানিক প্রেস মিট কাভার না করে বয়কট করে চলে যান। প্রায় ঘণ্টারও বেশি সময় গরমে হোটেল লবির বাইরে দাঁড়িয়ে থাকায় সাংবাদিকরা প্রেস মিট বয়কটের সিদ্ধান্ত নেয়।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট