সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ২২ ওভারের খেলা শেষে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি এবং দলীয় সংগ্রহ পৌঁছেছে ১০৮ রানে। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৫০ রানে ও সাদমান ইসলাম অপরাজিত ৫৭ রানে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো সুযোগই পায়নি আইরিশ বোলাররা। ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত পার্টনারশিপ বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছে।
এর আগে আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রানে শেষ করা আয়ারল্যান্ড দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ভাগাভাগি করে নিয়েছেন শেষ দুই উইকেট। সকাল ৯টা ৪৪ মিনিটেই শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস।
দ্বিতীয় দিনের শুরুতে হাসানের করা প্রথম ওভারে দুটি চার মেরে আক্রমণাত্মক সুরে খেলতে চেয়েছিলেন ব্যারি ম্যাকার্থি। তবে বেশি দূর যেতে পারেননি। তাইজুলের বলে ম্যাথু হামফ্রিজ (০) এলবিডব্লুর ফাঁদে পড়েন, আর হাসানের করা ৯৩তম ওভারে ম্যাকার্থি (৩১) বোল্ড হন।
৯২.২ ওভারে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং, ৭৬ বলের ইনিংসটি ছিল ৯ চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আসে ক্যাড কারমাইকেলের ব্যাট থেকে।
বোলিংয়ে অভিষিক্ত হাসান মুরাদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন ক্যার্টিস ক্যাম্ফারের। তবে বাংলাদেশের হয়ে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি শিকার করেন তিনটি উইকেট। এছাড়া জোড়া উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা পেয়েছেন একটি উইকেট।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে অলআউট করে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশের দুই ওপেনার। সর্বশেষ প্রতিবেদন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ১০৯ রান। জয় ৭৭ বলে ৫০ ও সাদমান ৬৮ বলে ৫৭ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ