Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে পাকিস্তানের কষ্টার্জিত জয়

উইকেট উল্লাসে পাকিস্তান। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ ওভারে গিয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৯ রান তোলে শাহিন আফ্রিদির দল। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

শ্রীলঙ্কার শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। হাতে ছিল দুই উইকেট। ৪৯ তম ওভারে আসলেন।পাকিস্তান পেসার নাসিম শাহ। ব্যাটিংয়ে তখন হাসারাঙ্গা ৪৮ বলে ৫৭ রান করে অপরাজিত আছেন। নাসিম শাহের করা  লো ফুল টস বলটি ছক্কায় পাঠাতে পারেননি হাসারাঙ্গা। বল ঠিকঠাক ওঠেনি , লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বাবর আজমের হাতে ধরা পড়লেন তিনি। তার আউটের সঙ্গে জয়ের আশাও শেষ হয়ে গেল শ্রীলঙ্কার। ৫২ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৪৯ তম ওভার শেষে শ্রীলঙ্কার রান তখন ৯ উইকেটে ২৭৯। শেষ ওভারে ২১ রান প্রয়োজন হলেও থিকসানার কল্যাণে ১৪ রান নিলেও ম্যাচ হেরে যায় ৬ রানে।

এদিকে হাসারাঙ্গার আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। ব্যাট হাতে দিনটা ছিল সালমান আলী আগার। ১০৫ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। তাঁর সঙ্গে ৬২ রান করেন হুসেইন তালাত, আর শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ যোগ করেন ৩৬ রান।



একসময় ৩০ ওভারে ৪ উইকেটে ১১৯ রানে থাকা পাকিস্তান শেষ ২০ ওভারে তোলে আরও ১৮০ রান। হাসারাঙ্গা একাই নেন ৩ উইকেট, বাকিদের মধ্যে তিকশানা ও আসিতা একটি করে উইকেট নেন।

রান তাড়ায় ভালো শুরু করে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও কামিল মিশারার উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। কিন্তু হারিস রউফের দুর্দান্ত স্পেলে ম্যাচ ঘুরে যায়। ১০ ওভারে ৬১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।

শেষ দিকে হাসারাঙ্গা ৫২ বলে ৫৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা। তবে যথেষ্ট সঙ্গ না পাওয়ায় দলকে জেতাতে পারেননি।

৬ রানের এই জয়েই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আগামী ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২৯৯/৫ (সালমান ১০৫*, তালাত ৬২, নেওয়াজ ৩৬*)

শ্রীলঙ্কা ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, মিশারা ৩৮, রউফ ৪/৬১)

ফল: পাকিস্তান ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট