Connect with us
ক্রিকেট

মিরাজের বোলিং ও সিলেটের মাঠ নিয়ে আয়ারল্যান্ড কোচের প্রশংসা

Sylhet International Cricket Ground and Mehedi Hasan Miraz
সিলেটের দৃষ্টিনন্দন মাঠ ও মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে নেমেছে বাংলাদেশ দল। যেখানে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে আইরিশরা।

এদিন খেলার তৃতীয় সেশনেই সবথেকে বেশি চারটি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। যেখানে দিনের শেষ বলে ৪৮ রানের জুটি ভেঙ্গে দেন তাইজুল ইসলাম। এছাড়া দ্বিতীয় সেশনে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে তিন উইকেট তুলেছিল বাংলাদেশ। প্রথম দিনের খেলায় টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মিরাজ।

আর তাই প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই টাইগার স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন আয়ারল্যান্ড দলের ব্যাটিং কোচ গ্যারি উইলসন। যেখানে তিনি মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সিলেটের উইকেট নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।



সংবাদ সম্মেলনে উইলসন বলেছেন, ‘আমার মনে হয় তারা ঠিকমতো বল করে গেছে। দিনের শেষ ভাগে উইকেট স্পিন করেছে বেশি। মিরাজ দারুণভাবে নিয়ন্ত্রণ রেখে বল করে গেছে। দারুণভাবে আক্রমণ করেছে। বাজে বল করেনি তেমন। মেহেদী মিরাজ দারুণ ছিল।’

সিলেটের মাঠ ও উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এটা বেশ ভালো গ্রাউন্ড। এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটও খেলা হয়েছে আগে। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা। আগে এখানে পেস এবং বাউন্স দেখা গেছে। তবে আমি মনে করি এটা বেশ ভালো উইকেট। দেখা যাক কাল আরও কত রান তুলতে পারি আমরা।’

দিনের প্রথম দুই সেশনে ইনিংসের ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। যেখানে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ২৭০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় দিনে ২ উইকেট হাতে রেখে নিজেদের সংগ্রহ বড় করার চেষ্টা করতে ফের মাঠে নামবে তারা।

এদিন শিকার করা আইরিশদের ৮ উইকেটের মধ্যে ৬টাই তুলে নিয়েছেন টাইগার স্পিনাররা। ২০৩ ওভার বল করে ৫০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মিরাজ। এদিকে নিজের অভিষেক ম্যাচে ২ উইকেট তুলেছেন স্পিনার হাসান মুরাদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট