সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে আইরিশরা। বেশ কিছু ক্যাচ মিস না হলে প্রথম দিনেই অলআউট হতে পারত সফরকারীরা।
তবে দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের বাকি দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামার কথা জানালেন পেসার হাসান মাহমুদ। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই টাইগার বোলার। প্রতিপক্ষের এই সংগ্রহ বাংলাদেশের ব্যাটিং ইউনিটের জন্য কঠিন হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসান মাহমুদ বলেছেন, ‘উইকেটটা খুব ভালো, ব্যাটিংয়ের জন্য। আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। বোলিংয়ে ইকোনমি রেট ৩ করে আছে। মনে হয় ভালোভাবেই শেষ করেছি। আমরা খুব ভালো পজিশনে আছি এখন। সকালে উইকেট নিতে পারলে ভালো হবে। আমাদের ব্যাটিং ইউনিটের জন্য এই রান অত বেশি না, আশা করি এটা চেইজ করা যাবে।’
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে কত রানে আটকাতে পারলে আইডিয়াল হতে পারে, সে প্রসঙ্গে হাসান বলেন, ‘৩০০ রান। এখন ৩০০ রান অত বেশি বলব না। আমরা চেষ্টা করছি যত কমে রাখা যায়। ইকোনমিক্যাল বোলিং করা যায়। তবে ব্যাটিং উইকেটে এমন হবেই। যদি তাদের কালকে অলআউট করে দিতে পারি আমরা ভালো শুরু করে ভালো ইনিংস গড়তে পারলে ভালো হবে।’
এদিন শিকার করা ৮ উইকেটের মধ্যে ৬টাই তুলে নিয়েছেন স্পিনাররা। সিলেটের উইকেটে স্পিনারদের ভালো করার সুযোগ আছে উল্লেখ করে হাসান বলেছেন, ‘স্পিনারদের জন্য ভালো সুযোগ হবে। দিন যত যাবে উইকেট আরও টার্ন হবে। বোলাররা ধারাবাহিক হলে আমি মনে করি দিনশেষে স্পিনাররাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’
দিনের প্রথম দুই সেশনে ইনিংসের ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। যেখানে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ২৭০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় দিনে ২ উইকেট হাতে রেখে নিজেদের সংগ্রহ বড় করার চেষ্টা করতে ফের মাঠে নামবে তারা।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এফএএস