Connect with us
ফুটবল

এনজোর পর দল থেকে ছিটকে গেলেন আলভারেজসহ ৩ জন

হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ
হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ খেলতে নভেম্বরে আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা দল। সফরের জন্য ঘোষণা করার দল থেকে বাদ পড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার দল থেকে ছিটকে গেলেন আরও তিনজন। 

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে জায়গা পাননি এনজো ফার্নান্দেজ। এবারে বাদ পড়লেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে। বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন না নেওয়ায় বাদ পড়েছেন তারা।

আফ্রিকান দেশ অ্যাঙ্গোলায় প্রবেশ করতে হলে বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন নিতে হবে। নির্ধারিত সময়ে দলে যোগ দিয়ে ইয়েলো ফেভারের প্রতিষেধক নিতে ব্যর্থ হয়েছেন আলভারেজ, মোলিনা ও সিমিওনে। ভ্যাকসিন নিতে ব্যর্থ হওয়ায় তাদের স্কােয়াডের বাইরে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।



এএফএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইয়েলো ফেভার ভ্যাক্সিনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি এসব ফুটবলার। যা অ্যাঙ্গোলায় প্রবেশে অপরিহার্য।’

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকা সহ আফ্রিকার কিছু অংশে মশাবাহিত জীবাণু থেকে ইয়েলো ফেভার ছড়িয়ে পড়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এসব অঞ্চলে প্রবেশে সবার প্রতিষেধক বাধ্যতামূলক করা হয়েছে।

ঘোষণা করা স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা কোনো ফুটবলারকে ডাকা হয়নি। প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই, দলে দেখা যাবে না লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনাদের।

এর আগে, কার্ডজনিত কারণে দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি আর্জেন্টাইন ও লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। এ ছাড়াও স্কোয়াডে ডাকা পেয়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

প্রথমবারের মতো স্কালোনির স্কোয়াডে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, ‍জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল