এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই হাইভোল্টেজ ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। ম্যাচ দুটোর জন্য বাংলাদেশ দলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী।
আজ (সোমবার) বিকেলে ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা। দুপুর ১২টায় তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় কয়েক ঘন্টা দেরিতে পৌঁছান লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ঢাকায় পৌঁছেই আশার কথা শোনালেন হামজা। ভারতের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন এই তারকা। ঢাকায় পা রেখেই সংবাদমাধ্যমের ভারতকে হারানোর প্রশ্নে হামজা বলেন, ইনশাআল্লাহ জিতবো। এরপর টিম হোটেল থেকে বাফুফের ভিডিও বার্তায় একই আশাবাদ জানিয়েছেন এই তারকা।
ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। আমাদের একটা বড় ম্যাচ আছে ভারতের সঙ্গে। আমরা জানি আমাদের জিততে হবে। এর আগে নেপালের বিপক্ষে আমাদের একটা ম্যাচ আছে। আমাদের জন্য দারুণ প্রস্তুতি হবে।’
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হামজা। রক্ষণ থেকে মাঝমাঠ, সবখানে আধিপত্য ছিল এই তারকার। যদিও সেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান কাপের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত। তবে ফিরতি দেখায় ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ। ঘরের মাটিতে কোনো পয়েন্ট খোয়াতে চায় না লাল-সবুজের দল। তাছাড়া বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। তাই এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে।
আজ দুপুর ২ টায় ভারত ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজারের তথ্যমতে, মাত্র তিন মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে ১৮ হাজার সাধারণ গ্যালারির টিকিট। আগামী ১৮ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/বিটি