আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে।
আজ (সোমবার) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ড্র। ফিফা উইমেন্স র্যাঙ্কিংয়ে ১০৪ এ থাকা বাংলাদেশের ‘এ’ গ্রুপের প্রতিপক্ষরা হলো: র্যাঙ্কিংয়ের ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম, ১৬ নাম্বারে থাকা শক্তিশালী চীন ও ৫৩ নাম্বারে থাকা থাইল্যান্ড ।
গত অক্টোবরে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৫-১ গোলে।
এর আগে গত আগস্টে এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ ‘এইচ’ এ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাউস ও পূর্ব তিমুর। বাছাইপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলার টিকিট পায় বাংলাদেশের নারীরা।
তিনটি গ্রুপে ভাগ হয়ে মোট ১২টি দল অংশ নিবে এই টুর্নামেন্টে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল নিয়ে মোট ৮টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
সেমিফাইনালে ওঠা চার দল পাবে আগামী বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ খেলার টিকিট। নারী ফুটবলে প্রথমবারের মতো এশিয়ান কাপে উঠেছে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল।
সিনিয়র এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে মার্চে অস্ট্রেলিয়ায়। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। দুই কোরিয়াই দুইবার করে এই ট্রফি ঘরে তুলেছে। ‘সি’ গ্রুপে রয়েছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন জাপান। তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/এআই