নেপাল ও ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী। আজ দুপুর ১২টায় তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় কয়েক ঘন্টা দেরিতে ঢাকায় পৌঁছেছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার।
আজ (সোমবার) বিকেলে ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
ঢাকায় পৌঁছানোর পথে প্রথম ফ্লাইটটি মিস করেন হামজা। ইংল্যান্ডে ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলেন তিনি। তাই বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন এই তারকা। পরে তিনি নিজেই টিকিট কেটে ঢাকার উদ্দেশ্য রওনা হন। তাই দুপুর ১২টায় আসার কথা থাকলেও বিকেল ৫টায় এসে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে পৌঁছেছেন হামজা। সেখানে আজ বিশ্রাম নেবেন তিনি।
আজ বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করার কথা রয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। সব ঠিক থাকলে কাল জামাল-জায়ানদের সঙ্গে অনুশীলননে দেখা যাবে হামজাকে।
ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে নেপাল। আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
নেপাল ম্যাচের পরে শুরু হবে বাংলাদেশের আসল লড়াই। এশিয়ান কাপের বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবেন হামজা-জামালরা। যদিও এটি কেবলই নিয়মরক্ষার ম্যাচ। তবে ঘরের মাঠে ভারতকে হারিয়ে বাছাইপর্বের প্রথম জয় তুলে নিয়ে মরিয়া লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/বিটি