Connect with us
ফুটবল

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ মাত্র ৬ মিনিটে!

বাংলাদেশ বনাম ভারত। ছবি- সংগৃহীত

আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ম্যাচটি ঘিরে আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুকিং হয়ে গেছে। এখন গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি পেমেন্ট হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিট আর অবিক্রিত নেই। এখন কেবল রেড বক্স ও হসপিটালিটি টিকিট বাকি আছে।



সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচের উন্মাদনা বিবেচনায় বাফুফে তা বাড়িয়ে ৫০০ টাকা করলেও চাহিদা কমেনি। টিকিট ছাড়ার পর মুহূর্তেই সংগ্রহ করে নিয়েছেন সমর্থকরা।

এদিকে এশিয়ান কাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট বিক্রি চলছে ধীরগতিতে। তবে ভারত ম্যাচের চাহিদা দেখে নেপাল ম্যাচের টিকিট বিক্রি বাড়বে বলে আশাবাদী গোলাম গাউস।

উল্লেখ্য, ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে। তখন টিকিফাই প্ল্যাটফর্মে ভোগান্তির অভিযোগ ওঠে। এরপর অক্টোবর উইন্ডো থেকে নতুন টিকিটিং পার্টনার কুইকেট দায়িত্ব নেয়। ওই মাসে ঢাকার ম্যাচের টিকিট ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়। সফলতার ধারাবাহিকতায় নভেম্বর উইন্ডোতেও কুইকেটই দায়িত্বে রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল