Connect with us
ক্রিকেট

ব্যক্তির চেয়ে দল বড়, তাই নেতৃত্বে ফিরেছি: শান্ত

নাজমুল হোসেন শান্ত
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

নিজের সিদ্ধান্তে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও সেই দায়িত্ব ফিরে পাচ্ছেন তিনি। আজ সিলেটে সংবাদ সম্মেলনে শান্ত নিজেই জানালেন, কেন আবার নেতৃত্বে ফিরেছেন “আমি নাজমুল হোসেন ব্যক্তি হিসেবে না, বাংলাদেশ ক্রিকেটকেই বড় ভাবি। দলের প্রয়োজনে দায়িত্ব নিতে রাজি হয়েছি।”

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন টেস্ট অধিনায়ক। সেই সিরিজ চলাকালেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর টানা ১২৬ দিন ছিলেন দায়িত্ববিহীন। সেই সময়টাকে তিনি বলেছেন “রিল্যাক্সিং আর উপভোগ্য।”

তবে বোর্ডের সঙ্গে আলোচনাই তাঁর সিদ্ধান্ত বদলে দিয়েছে। বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘ আলাপে বোর্ড তাঁকে নেতৃত্বে পূর্ণ স্বাধীনতার আশ্বাস দেয়। শান্ত বলেন, “ক্রিকেট বোর্ড যেভাবে কথা বলেছে, যেভাবে সমর্থন দিয়েছে, তাতে মনে হয়েছে ব্যক্তি শান্তর চেয়ে দলের চিন্তাটাই বড়।”



বিসিবির সাবেক ক্রিকেটারদের পরামর্শকেও তিনি গুরুত্ব দিয়েছেন, “যাঁরা এখন বোর্ডে আছেন, তাঁরা সবাই সাবেক ক্রিকেটার। তাঁদের পরামর্শ দল ও আমার জন্যই ভালো। তাই আমি সেটাকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি।”

শান্ত আশাবাদী, এবার বোর্ড থেকেও প্রয়োজনীয় সহযোগিতা তিনি পাবেন, “যে সমস্যাগুলো ছিল, সেগুলো সবাই মিলে আলোচনা করেছি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, সে ব্যাপারে সবাই ইতিবাচক। আমি বিশ্বাস করি বোর্ড এবার পুরোপুরি পাশে থাকবে।”

এর আগে তিন সংস্করণে তিন অধিনায়ক নীতির বিরোধিতা করেছিলেন শান্ত। সেই কারণেই টেস্ট নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন সে অবস্থান বদলেছে। “হ্যাঁ, তখন মনে হয়েছিল তিনজন অধিনায়ক থাকলে সমস্যা হতে পারে। “এখন বোর্ডের সঙ্গে আলাপে পরিষ্কার হয়েছি, কীভাবে বিষয়গুলো সামলাতে হবে। আশাবাদী, এবার আর কোনো জটিলতা হবে না।”

অন্য দুই অধিনায়ক লিটন দাস (টি–টোয়েন্টি) ও মেহেদী হাসান মিরাজের (ওয়ানডে) সঙ্গে বোঝাপড়াও ভালো বলে জানালেন তিনি। “আমরা তিনজন বসে আলোচনা করেছি কীভাবে দলকে এগিয়ে নেওয়া যায়। সবার লক্ষ্য এক বাংলাদেশ দলের উন্নতি। আমি বিশ্বাস করি, ক্রিকেট বোর্ডও সেই লক্ষ্যেই আমাদের পাশে থাকবে।”

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট