Connect with us
ফুটবল

ফ্লাইট মিসে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা দেরি হামজার

হামজা চৌধুরী
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তবে শেষ মুহূর্তে ফ্লাইট মিস করার কারণে পৌঁছানোর সময় কিছুটা বদলেছে। নতুন সময় অনুযায়ী বিকেল ৫টার ফ্লাইটে ঢাকায় নামবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক জানা গেছে, হামজাকে বাফুফে নির্ধারিত ফ্লাইটের টিকিট পাঠিয়েছিল। কিন্তু লন্ডনের পথে অতিরিক্ত ট্রাফিক জ্যামে আটকে পড়ায় সময়মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারেননি তিনি। পরে নিজেই নতুন টিকিট করে পরবর্তী ফ্লাইট ধরেন।

আজ জাতীয় দলের কোনো অনুশীলন সেশন নেই, তাই তাঁর দেরিতে আসা প্রস্তুতিতে প্রভাব ফেলবে না।



এদিকে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল চলতি বছরের মার্চে, এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর জুন ও অক্টোবর উইন্ডোতেও দলের সঙ্গে যোগ দেন হামজা। আগের দুইবারই দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলনে অংশ নিয়েছিলেন এই মিডফিল্ডার।

এদিকে দলের আরেক ফুটবলার সামিত সোম কানাডা থেকে ঢাকায় আসবেন আগামীকাল রাতে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে একদিনের অনুশীলনের সুযোগ পাবেন তিনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ নভেম্বর, নেপালের বিপক্ষে। এর আগে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মাঝপথে তারা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়। এছাড়া আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

হামজা-সোমিতরা বাংলাদেশ দলে যোগ দেবার পর থেকে দলের আবহ অনেকটাটাই পরিবর্তন হয়ে গেছে। পাশাপাশি দেশের ফুটবলের যে ইতিহাস ও ঐতিহ্য, ফুটবলের প্রতি মানুষের যে ভালবাসা সেটাও ফিরে পেতে চলেছে।

উল্লেখ্য, বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে এখন পর্যন্ত একবারই খেলেছিল, সেটা ১৯৮০ সালে। হামজা-সামিতের দলে আসার ফলে ৪৫ বছর পর আবারো এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন জেগেছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে সেই সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। অন্যদিকে সেই ম্যাচের দুই ঘণ্টা পর ভারতও সিঙ্গাপুরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে চলে গেছে।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল