Connect with us
ক্রিকেট

হঠাৎ অসুস্থতায় সিসিইউতে ফারুক আহমেদ

Farukh ahmed
ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে। জাতীয় দল সিলেটে, নারী ক্রিকেটাররা বিকেএসপিতে। এছাড়া মাঠের ব্যস্ততার মাঝেই রাজধানীতে কনফারেন্স করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। গুরুত্বপূর্ণ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

বোর্ড সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফারুক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং বসানো হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, বর্তমানে ফারুক আহমেদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। সবকিছু ঠিক থাকলে আগামীকালই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।



বিসিবির একজন শীর্ষ পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফারুক আহমেদের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন- তিনি দ্রুতই সেরে উঠছেন।

প্রসঙ্গত, সর্বশেষ বিসিবি নির্বাচনে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়ে ফের বোর্ডে যোগ দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট