জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে দেশের ক্রীড়াঙ্গন উত্তাল রয়েছে। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
বিসিবির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। তাদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে।
আসিফের এমন মন্তব্যের পর ফুটবলাঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা বা খেলোয়াড়দের নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন না। এই বক্তব্য তার রুচি ও জ্ঞানের পরিচায়ক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আসিফ আকবর মূলত একজন গায়ক হিসেবে পরিচিত। হঠাৎ করেই বিসিবির পরিচালক পদে আসেন তিনি। এমিলি বলেন, একজন প্রকৃত সংগঠক কখনো এভাবে বলবেন না। তিনি যে সংগঠক নন, সেটিরই প্রমাণ দিয়েছেন। আমরা তার এই মন্তব্যের বিরুদ্ধে খুব শিগগিরই বড় পরিসরে পদক্ষেপ নেব।
আসিফ কুমিল্লা স্টেডিয়ামে ফুটবল ম্যাচের কারণে ক্রিকেট লিগ আয়োজনে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বোর্ড সভাপতি ও কর্মকর্তাদের বাফুফের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন, এমনকি প্রয়োজনে ‘মারামারির’ কথাও বলেছেন।
দেশের অন্যতম কোচ মারুফুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে লিখেছেন, প্রতিপক্ষ বানালে ফুটবলও জবাব দিতে জানে।
এছাড়া বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, গোলাম গাউস ও কামরুল হাসান হিল্টন ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/এনজি