কোচ হিসেবে নিজের কোচিং ক্যারিয়ারের ১ হাজারতম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন পেপ গার্দিওলা। ইতিহাদে লিভারপুলকে ৩–০ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। গোল করেছেন আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেস এবং জেরেমি ডোকু। পাশাপাশি কোচ হিসেবে নিজের ১০০০ তম ম্যাচ জয় দিয়েই উদযাপন করলেন গার্দিওলা।
শুরুর দিক থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। মাত্র ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হলান্ড। লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলির পা দিয়ে দারুণ প্রতিরোধ করে দলকে গোল থেকে রক্ষা করেন।
তবে বেশি সময় লাগেনি প্রথম গোল পেতে। ম্যাচের ২৯ তম মিনিটে মাতেউস নুনেসের ক্রস থেকে গোল করেন হলান্ড। চলতি মৌসুমে এটি তাঁর ১৪তম গোল।
৩৮ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় লিভারপুল। ভার্জিল ফন ডাইক হেডে বল জালে পাঠালেও গোল বাতিল হয়। অ্যান্ডি রবার্টসনের অবস্থান নিয়ে রেফারি অফসাইড ধরে বসেন। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক থাকলেও রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আরও এক গোল পেয়ে লিড দ্বিগুণ করে সিটি। বের্নার্দো সিলভার কর্নার থেকে বল পেয়ে বাইরে থেকে শট নেন নিকো গঞ্জালেস। ফন ডাইকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়।
বিরতির পর সিটির আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে ওঠে। ৬৩ মিনিটে গোল করে বসেন ডোকু। বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে কোনো সুযোগই দেননি এই উইঙ্গার।
শেষ দিকে লিভারপুল কয়েকবার চেষ্টা করলেও সিটি গোলরক্ষক দোন্নারুম্মার দুর্দান্ত সেভে গোল করতে ব্যর্থ হয় তারা। তিন গোলের ব্যবধানে ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে যায় ইয়ুর্গেন ক্লপের দল। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের আট নাম্বারে। অন্যদিকে, সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে।
এদিকে আন্তর্জাতিক বিরতির পর ২২ নভেম্বর নিউক্যাসলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি, আর লিভারপুল খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ